সাকিবের ক্যাচ ফেলে আফসোসে পুড়ছে ঢাকা

সাকিবের ক্যাচ ফেলে আফসোসে পুড়ছে ঢাকা

বিধ্বংসী রনি তালুকদারকে ফিরিয়ে কিছুটা স্বস্তিতে ছিল দুর্দান্ত ঢাকা। তবে সাকিব আল হাসান নামতেই সে স্বস্তি উবে যায়। শেষ কিছু দিনে অফ ফর্মে থাকা সাকিব যে তাদের বিপক্ষে ম্যাচটাকেই বানালেন স্বরূপে ফেরার মঞ্চ হিসেবে! করেছেন ২০ বলে ৩৪ রান।

ঢাকার দোষও কম নয়। সাকিব এই ইনিংস খেলেছেন ‘জীবন’ পেয়ে। তাও এক বার নয়, দুবার। এরপরই সাকিব ধারণ করেছেন অমন বিধ্বংসী রূপ। ঢাকা শেষমেশ ম্যাচটা হেরেছে ৬০ রানে। 

সাকিবকে এভাবে ফর্মে ফেরার সুযোগ করে দিয়ে আফসোসে পুড়ছে দুর্দান্ত ঢাকা। দলটির ব্যাটার অ্যালেক্স রস যেমন বললেন বিষয়টা। বললেন, ‘হ্যাঁ, ইনিংসটা দারুণ ছিল। সাকিবের মতো বড় খেলোয়াড়ের ক্যাচ আপনি ফেলতেই পারেন না। আমরা তার ক্যাচ দুবার ফেলে দিয়েছি! কট বিহাইন্ডের যে সুযোগটা আমরা হারিয়েছি ক্যাচ ফেলে, বিগ স্ক্রিনে দেখা যাচ্ছিল ওটা আউট। এরপর বাউন্ডারি লাইনেও একবার ক্যাচ ফেলেছি আমরা। যেমনটা বললাম, বড় খেলোয়াড়দের আপনি দ্বিতীয় সুযোগ দিতে পারেন না।’ 

সাকিব বেশ কিছু দিন ধরেই ব্যাট হাতে ছন্দে ছিলেন না। প্রথম ম্যাচে খেলে চলে গিয়েছিলেন দেশের বাইরে চোখের চিকিৎসা করাতে। ফিরেও ব্যাট হাতে খুব একটা সুবিধা করতে পারেননি। এক ম্যাচে নেমেছেন আটে। এরপর দুই ম্যাচে তো ব্যাটই করেননি!

সেই সাকিব অবশেষে ফর্মে ফিরেছেন। প্রতিপক্ষ হলেও বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডারের ছন্দে ফেরাটা ভালো লেগেছে অজি এই ব্যাটারের। রস বলেন, ‘তবে সাকিবকে ফর্মে ফিরতে দেখে ভালো লাগছে। আমরা জানি বাংলাদেশ ক্রিকেটের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিপক্ষের জন্য কত বড় হুমকি হয়ে উঠতে পারে!’

সম্পর্কিত খবর