ব্রুস-ব্রাউনে ভর করে চট্টগ্রামের ১৪৫

ব্রুস-ব্রাউনে ভর করে চট্টগ্রামের ১৪৫

বিগ ব্যাশ মাতিয়ে এবারের বিপিএলে এসেছেন জশ ব্রাউন। টম ব্রুসও তাই। দুই বিদেশীর ব্যাটে চড়েই আজ মুখ রক্ষা হলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের। ২০ ওভার শেষে তুলল ১৪৫ রান। 

বিপিএলে আজ টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা মন্দ হয়নি চট্টগ্রামের। তার কৃতিত্বের পুরোটাই যাবে ওপেনার ব্রাউনের ঝুলিতে। তিনি যখন রান তুলছেন প্রায় ২০০ ছুঁইছুঁই স্ট্রাইক রেটে, তখন ওপাশে তানজিদ তামিমের স্ট্রাইক রেট যে টেনেটুনে ৭০ পেরোচ্ছে, তাও আবার দুই ডিজিট সমান বল খেলে ফেলার পর!

পাওয়ারপ্লের শেষ ওভারে তানজিদ যখন আউট হলেন সাইফউদ্দিনের শর্ট বলে, তখন তার নামের পাশে রান মোটে ১০, বল খেলে ফেলেছেন ১৮। শেষ দিকে শাহাদাত হোসেন দীপুও খেলেছেন এমনই গোছের এক ইনিংস। ২০ বলে তিনি খেলেছেন ১৫ রানের ইনিংস। এরপর সৈকত আলী, শুভাগত হোমরা কম বল খেললেও স্ট্রাইক রেট রইল দুই অঙ্কেই।

তার ঠিক উল্টো রূপটা বিদেশীদের ব্যাটে। তিন বিদেশী ব্রাউন, ব্রুস আর নাজিবুল্লাহ, সবার স্ট্রাইকরেট ১২৫ ছাড়ানো। ব্রাউন করেন ফিফটি, ব্রুস তার অভিষেকে করেন ২৩ বলে ৩৮। তাতে চড়েই শেষমেশ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স তোলে ১৪৫ রান।

সম্পর্কিত খবর