বাংলাদেশের বেঞ্চের ঝাঁজ বুঝল ভুটান

বাংলাদেশের বেঞ্চের ঝাঁজ বুঝল ভুটান

বাংলাদেশের ফাইনাল দুই দিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ওদিকে ফাইনালের অন্য দল কারা সেটাও ঠিক হয়ে গেল আজ দিনের প্রথম ম্যাচের পর। সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশ ভারত মুখোমুখি, সেটা শেষ ম্যাচের আগে নির্ধারণ হয়ে গিয়েছিল। 

ভুটানের বিপক্ষে আজকের ম্যাচটা তাই নিয়ম রক্ষার ম্যাচই ছিল। কোচ সাইফুল বারী টিটু তাই একাদশে আনলেন একটি-দুটি নয়, ১০টি পরিবর্তন। তবে এরপরও বাংলাদেশ রীতিমতো স্টিম রোলারই চালিয়েছে ভুটানের ওপর। সফরকারীদের জালে গুণে গুণে জড়িয়েছে চার গোল।

কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়ামে আজ বাংলাদেশ দুই অর্ধে করেছে দুটো গোল। ১৮ মিনিটে পায় প্রথম গোলটা। বক্সের জটলা বল ক্লিয়ার করেছিল ভুটান, তবে সেটা বক্স ছেড়েই বেরোতে দেননি নুসরাত জাহান মিতু। বলটা দখলে নিয়েই করেন শট, এবং গোল।

৩০ মিনিটে দ্বিতীয় গোলের উৎস হলেন এই মিতু। তার কর্নারে ডিফেন্ডারদের ফাঁক গোলে ঐশী খাতুন করলেন হেড, বলটা গোলরক্ষককে ফাঁকি দিয়ে জড়াল জালে। ২-০ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।

এরপর দ্বিতীয়ার্ধের ৫৭ মিনিটে এসে তৃতীয় গোল পায় স্বাগতিকরা। এবার গোলটা গড়ে দিলেন ঐশী। তার পাস প্রতিপক্ষ গোলরক্ষকের ঠিক সামনে থেকে পা ছুঁইয়ে বলটা জালে পাঠান কৃষ্ণা রাণী।

এর ঠিক ৬ মিনিট পর আরও এক গোল খেয়ে বসে ভুটান। তাদের এক ডিফেন্ডার ব্যাকপাস দিয়েছিলেন গোলরক্ষককে। সেটা তার কাছে পৌঁছানোর আগেই দখলে নিয়ে গোল করে বসেন ঐশী। বাংলাদেশ ৪-০ ব্যবধান ধরে রেখেই ম্যাচটা শেষ করে। তিন ম্যাচ শেষে পুরো ৯ পয়েন্ট নিয়ে চলে যায় ফাইনালে।

সাফ অ-১৯ নারী চ্যাম্পিয়নশিপের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। সে শিরোপা ধরে রাখতে আগামী বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় ভারতের মুখোমুখি হবে স্বাগতিকরা।

সম্পর্কিত খবর