কুমিল্লা ভিক্টোরিয়ান্সে যোগ দিলেন নতুন ইংলিশ ব্যাটার
চলতি বিপিএল আসর থেকে একসঙ্গে বিদায় নিচ্ছেন একের অধিক পাকিস্তানী ক্রিকেটার। কারণ তাদের এনওসি শেষ হচ্ছে আজ (৭ ফেব্রুয়ারি)। বিদায় নেওয়া ক্রিকেটারদের মধ্যে আছেন কুমিল্লার উইকেটকিপার ব্যাটার মোহাম্মদ রিজওয়ানও। তার পরিবর্তে দলে ডাক পড়েছে ইংলিশ হার্ড হিটার ব্যাটার উইল জ্যাকসের।
বিপিএল চলাকালীনই রিজওয়ান পিএসএলে খেলতে চলে যাবেন এই কথা আগে থেকেই জানত কুমিল্লার ফ্র্যাঞ্চাইজি। তাই আগে থেকেই ব্যাকাপ প্ল্যান ছিল তাদের মাথায়। সেই পরিকল্পনা মোতাবেক রাতারাতি তারা উড়িয়ে এনেছে এর আগেও বিপিএলে খেলা ইংলিশ ক্রিকেটার জ্যাকসকে।
২০২২ সালে তাকে নিজেদের দলে আনে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। তখনও বিশ্বক্রিকেট সেভাবে চিনত না এই প্রতিভাবান ব্যাটারকে। সেবার চট্টগ্রামের হয়ে ১১ ম্যাচে ১৫৫.০৫ স্ট্রাইকরেটে উইল জ্যাকস করেন মোট ৪১৪ রান। আসরের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি।
বিপিএলের মাধ্যমে লাইমলাইটে এসে তিনি পরে সুযোগ পান ইংল্যান্ডের জাতীয় দলেও। নিয়মিত তাকে মাঠে দেখা না গেলেও যেই ম্যাচেই নামার সুযোগ পান সেখানেই নিজেকে মেলে ধরেন। এবার কুমিল্লার হয়েও তিনি মাঠে নিজের জাত চেনাবেন এই আশা করছে সবাই।
তিনি কুমিল্লার টিম হোটেলে যোগ দেওয়ার পর কুমিল্লা ফ্র্যাঞ্চাইজি তাদের ফেসবুকে জ্যাকসকে শুভেচ্ছা জানিয়ে লিখেছে, ‘অপেক্ষার পালা শেষ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে মাঠ কাঁপাতে চলে এসেছেন উইল জ্যাকস। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষ থেকে তাকে জানাই উষ্ণ স্বাগতম।‘