রেকর্ড গড়ে জিতল নিউজিল্যান্ড
মাউন্ট মঙ্গানুইয়ে দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৭৯ রান তুলে তৃতীয় দিন শেষে ৫২৮ রানে এগিয়েছিল নিউজিল্যান্ড। আজ বুধবার ব্যাটিংয়ে না নামায় দক্ষিণ আফ্রিকাকে ৫২৯ রানের লক্ষ্য দেয় কিউইরা। টেস্ট ইতিহাসে চতুর্থ ইনিংসে সফল রান তাড়ার বিশ্ব রেকর্ডটা ৪১৮ রানের। বিশ্ব রেকর্ড গড়ে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা।
না, তেমন কিছু হয়নি। দ্বিতীয় ইনিংসে ২৪৭ রানে অলআউট হয়ে প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকা হারল ২৮১ রানে। রানের হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিউজিল্যান্ডের এটিই সবচেয়ে বড় জয়।
এমন কঠিন চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে কিছুই করতে পারল না প্রোটিয়ারা। কিছু বুঝে উঠার আগেই শেষ দুই ওপেনার। তৃতীয় ওভারে কিউই অধিনায়ক সাউদি ফিরিয়ে দেন দক্ষিণ আফ্রিকান অধিনায়ক নেইল ব্র্যান্ডকে। টেস্ট অভিষেকেই অধিনায়কত্ব করা এই বোলার বল হাতে প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক নাঈমুর রহমানের রেকর্ড ভেঙেছিলেন। কিন্তু ব্যাট হাতে ফ্লপ। প্রথম ইনিংসে ৪ রানে আউট। বুধবার করলেন ৩।
এরপর উইকেট পতনের মিছিলে সর্বোচ্চ ৮৭ রান করেন ডেভিড বেডিংহাম। ৯৬ বলে তার ইনিংসে ছিল ১৩ চার ও ৩ ছক্কা। রুয়ান ডি সোয়ার্ট অপরাজিত ছিলেন ৩৪ রানে।
৪ উইকেট তুলেন কাইল জেমিসন। স্যান্টনার তুলেন ৩ উইকেট। তবে ম্যাচসেরা ১ম ইনিংসে ২৪০ রান করা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।
সিরিজে ১-০তে এগিয়ে গেল কিউইরা। সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু আগামী মঙ্গলবার, হ্যামিল্টনে। যদিও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কখনোই সিরিজ জিততে পারেনি নিউজিল্যান্ড। এবার এই প্রাচীর তারা টপকাতে পারে কীনা সেটা সময়ই বলে দেবে।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৫১১/১০
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৬২/১০
নিউজিল্যান্ড ২য় ইনিংস: ৪৩ ওভারে ১৭৯/৪ (ডি.)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (লক্ষ্য ৫২৯) ৮০ ওভারে ২৪৭/১০ (মুর ০, ব্রান্ড ৩, ফন টন্ডার ৩১, হামজা ৩৬, বেডিংহ্যাম ৮৭, পিটারসেন ১৬, দু সুয়াত ৩৪*, ফরটান ১১, অলিভিয়ের ১, মোরেকি ৬, প্যাটারসন ১৫; সাউদি ১/৪৬, হেনরি ১/৩৩, জেমিসন ৪/৫৮, স্যান্টনার ৩/৫৯, ফিলিপস ১/৩০)।
ফল: নিউজিল্যান্ড ২৮১ রানে জয়ী।
সিরিজ: ২ ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে নিউজিল্যান্ড
ম্যাচসেরা: রাচিন রবীন্দ্র।