নান্নুকে না করে দিচ্ছে বিসিবি, প্রধান নির্বাচক তাহলে সুমন

নান্নুকে না করে দিচ্ছে বিসিবি, প্রধান নির্বাচক তাহলে সুমন

টিভিতে টক শো শুরু হবে। প্রস্তুতি পর্ব চলছে। আলোচনা টেবিলের একপ্রান্তে হাবিবুল বাশার সুমন। টক শোর হোস্টকে সুমনের অনুরোধ-আমার পরিচয়ে শুধুমাত্র সাবেক অধিনায়ক বলবেন প্লিজ। কারন আমি জানি না নির্বাচক হিসেবে আর থাকছি না। তাই নামের আগে জাতীয় দলের নির্বাচক বলার দরকার নেই। টক শোর হোস্ট সুমনের সেই অনুরোধ রাখলেন।

জাতীয় দলের নির্বাচক পদে কোনো পরিবর্তন আসছে কিনা, বা কারা আসছেন নতুন নির্বাচক প্যানেলে, সেই বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) খুব শিগগিরই। সুনির্দিষ্ট করে বললে সেই তারিখটা হতে পারে ১২ ফেব্রুয়ারি। সেই সোমবার বিসিবির বোর্ড সভা। সেখানেই আরো বেশকিছু ইস্যুর সঙ্গে স্থির হবে জাতীয় দলের নির্বাচন প্যানেলের রদবদলের সিদ্ধান্ত।

এই প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের সঙ্গে কথা বলে একটা বিষয় নিশ্চিত হওয়া গেছে, প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুর চাকরির মেয়াদ আর বাড়াচ্ছে না বিসিবি। প্রায় ১৩ বছরের বেশি সময় তিনি জাতীয় দলের নির্বাচকের দায়িত্বে। এর মধ্যে প্রধান নির্বাচক হিসেবে কেটেছে তার ৭ বছর। ভালোমন্দ, আলোচনা-সমালোচনা মিলিয়ে কেটেছে তার এই মেয়াদকাল।

বিসিবির এক পরিচালক এই প্রসঙ্গে স্পোর্টস বাংলাকে বলেন, মিনাহাজুল আবেদিন নান্নু খুব যে খারাপ করেছেন তা বলছি না। দল নির্বাচন তো আর তিনি একা করেন না। কিন্তু দল ভালো পারফর্ম না করলে দায়টা মূলত চাপে প্রধান নির্বাচকের কাঁধেই। তবে প্রধান নির্বাচকের ঐ চেয়ারে নান্নুর তো অনেকদিন হয়ে গেল। দেখি বদলে কোনো নতুন সম্ভাবনা আসতেও পারে।

-তাহলে হিসেব কি দাঁড়ালো?
মিনহাজুল আবেদিন নান্নুকে বিসিবি রাখছে না। নির্বাচক প্যানেলের বাকিরাও কি তাহলে থাকছেন? নাকি আমূল বদলাবে নির্বাচক প্যানেল? নতুন প্রধান নির্বাচক কে হচ্ছেন? এইসব প্রশ্নের উত্তর খুঁজছে স্বয়ং বিসিবিও। সব প্রশ্নের উত্তর এখনো মেলেনি। ১২ ফেব্রুয়ারির বোর্ড সভায় আলোচনায় সব উত্তর ও সমস্যার সমীকরণ মেলাবে বিসিবি।

প্রধান নির্বাচকের পদে বিসিবি প্যানেলের বাইরে নতুন কাউকে খোঁজার জোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু বিসিবির সেই খোঁজ মোটেও সফল হয়নি। কাউকেই যে পাওয়া গেল না! আর তাই বর্তমান নির্বাচক প্যানেলের মধ্যে থেকেই প্রধান নির্বাচক ঠিক করা হচ্ছে। এই চেয়ারটা এখন হাবিবুল বাশার সুমনের জন্য বরাদ্ধ হচ্ছে। বাশার বর্তমান নির্বাচন প্যানেলের সিনিয়র সদস্য। সুমন প্রধান নির্বাচক এবং তার দুই সঙ্গী হিসেবে থাকছেন আব্দুর রাজ্জাক ও হান্নান সরকার। আব্দুর রাজ্জাক নির্বাচক কমিটিতে তৃতীয় সদস্য হিসেবে কাজ করছেন আগে থেকেই। হান্নান সরকারের নির্বাচক হিসেবে অভিজ্ঞতা মন্দ নয়। তবে এতদিন তিনি বয়সভিত্তিক দলের নির্বাচকের দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্বে তিনি জাতীয় দলের নির্বাচকের চেয়ারে বসতে চলেছেন।

সম্পূরক তথ্য হলো বর্তমান নির্বাচক প্যানেলের বাইরে যেভাবে মিনহাজুল আবেদিন নান্নুর জায়গায় নতুন কাউকে পায়নি বোর্ড ঠিক তেমনভাবেই হাবিবুল বাশার সুমনকে নির্বাচক পদ থেকে সরিয়ে দিলে তার জায়গায় কে- সেই প্রশ্নের উত্তরও খুঁজে পায়নি বিসিবি। আর তাই হাবিবুল বাশারকে প্রমোশন দিয়ে নির্বাচক প্যানেলটা নতুন করছে বিসিবি। এই প্যানেলে নতুন মুখ হয়ে আসছেন জাতীয় দলের সাবেক ওপেনার হান্নান সরকার।

সম্পর্কিত খবর