লিটনের রানে ফেরা, তবু কুমিল্লা থামল ১৪৯-এ
১৩, ১৪, ৮, ০, ২... আজকের আগ পর্যন্ত এবারের বিপিএলে এই ছিল লিটন দাসের রানের ফিরিস্তি। জাতীয় দলের এই ওপেনার সে বৃত্তটা ভেঙেছেন অবশেষে। ৩০ বলে ৪৫ রান করে দিয়েছেন রানে ফেরার ইঙ্গিত। তবে এরপরও তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্স আজ খুলনা টাইগার্সের বিপক্ষে শেষমেশ করেছে মোটে ১৪৯ রান। বাকিরা যে ডটের পাহাড় গড়ে ফেলেছিলেন রীতিমতো!
ওপেনিংয়ে লিটনের সঙ্গে ছিলেন মোহাম্মদ রিজওয়ান। দুজনের জুটিতে এসেছে ৬৯ রান। লিটনের ৪৫ এর সঙ্গে রিজওয়ানের অবদান ছিল ২১, তাও ২৭ বল খেলে, যেখানে লিটন ২৪টি বেশি রান করতে খেলেছিলেন তার চেয়ে মোটে ৩ টি বেশি বল! রিজওয়ান এবারের বিপিএলে শুরু থেকেই এমন মন্থর খেলছেন, সব মিলিয়ে ৮৫ রান করেছেন তিনি, তাও ১০৩ বলে।
এটা শুধু রিজওয়ান নয়, পুরো কুমিল্লাই আজ খেলেছে এমন মন্থর তালে। লিটন গেলেন, এরপর উইল জ্যাকস এলেন, করলেন ২৭ বলে ২২। এরপর তাওহীদ হৃদয়ও তাই, ১৭ বলে করলেন ১৬। এমন ব্যাটিংয়ের ফলে ১৫তম ওভার শেষে কুমিল্লার রান ছিল মোটে ৯৭, তাও দুই উইকেট খুইয়ে।
এরপরও কুমিল্লার রান ১৪৯ পর্যন্ত গেছে জাকের আলী অনিক আর মাহিদুল অঙ্কনের কল্যাণে। জাকের শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন ৮ বলে ১৮ রান তুলে, অঙ্কন করেন ৫ বলে ১০। যার ফলে ইনিংসটা ভদ্রস্থ একটা পুঁজি নিয়ে শেষ করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।