প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট বোলারদের রাজা বুমরা

প্রথম ভারতীয় পেসার হিসেবে টেস্ট বোলারদের রাজা বুমরা

৯১ রানে ৯ উইকেট! ইংল্যান্ডের বিপক্ষে ভাইজাগ টেস্টে জশপ্রীত বুমরার বোলিং পরিসংখ্যান। দুর্দান্ত এই বোলিং পারফরম্যান্সের ভারতকে সিরিজে ফিরিয়েছেন বুমরা। এর সুবাদে প্রথম ভারতীয় পেসার হিসেবে চড়েছেন টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষে।

শীর্ষে ওঠা বুমরা স্থানচ্যুত করেছেন তারই স্বদেশী স্পিনার রবিচন্দ্রন অশ্বিনকে। বুমরার শীর্ষে ওঠার দিনে তিনে নেমে গেছেন এই ঘূর্ণিবাজ।

ইংল্যান্ডের বিপক্ষে ভাইজাগ টেস্টটা স্বপ্নের মতো কেটেছে বুমরার। এই টেস্টে শুধু কি ৯টি উইকেটই নিয়েছেন বুমরা? না, তার একেকটি ইয়র্কার বাজবলের মন্ত্রে দীক্ষিত ইংলিশদের মনোবল ভেঙে দিয়েছে। প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ের নায়ক ওলি পোপের দুটি স্টাম্প শুন্যে ভাসানো ইয়র্কার বা ইংল্যান্ডের ত্রাতা হয়ে ওঠার চেষ্টায় থাকা অধিনায়ক বেন স্টোকসকে স্তব্ধ করে দেয়া ইয়র্কারগুলো বহুদিন চোখে ভাসবে ক্রিকেট সমর্থকদের।

ভাইজাগে প্রথম ইনিংসে ৪৫ রান খরচায় ইংলিশদের ছয়টি উইকেট আসে বুমরার ঝুলিতে। দ্বিতীয় ইনিংসে আরও তিনটি উইকেট যুক্ত হয় তার নামের পাশে। এই ম্যাচ দিয়েই সাদা পোশাকের ক্রিকেটে ১৫০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন এই ভারতীয় পেসার। আর ইংল্যান্ডের বিপক্ষে চলমান পাঁচ টেস্টের সিরিজে দুই টেস্ট শেষে তার উইকেটসংখ্যা ১৫।

ভাইজাগে ভারতকে জয়ের পথ দেখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বুমরা। তবে তার সঙ্গে এই টেস্টে বিজয়ধ্বজ ওড়ানোর ক্ষেত্রে ব্যাটারদের যশস্বী জয়সওয়ালের অবদানকে ছোট করে দেখবেন কীভাবে! তার ডাবল সেঞ্চুরিতেই যে প্রথম ইনিংসে বড় সংগ্রহ পায় ভারত। টেস্ট ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ে ৩৭ ধাপ এগিয়ে এখন ২৯ নম্বরে অবস্থান করছেন এই ব্যাটার।

সম্পর্কিত খবর