দুর্দান্ত শুরুর পরও ব্যাটিং বিপর্যয়ে ঢাকার ১২৪
শুরু আর শেষে এমন অমিল! দুর্দান্ত ঢাকার ইনিংসের শুরুটা হয়েছিল সাইফ হাসান আর নাঈম শেখের ঝোড়ো ব্যাটিংয়ে। তবে পরের ব্যাটারদের ব্যর্থতায় ঢাকার ইনিংসের শেষটা জীর্ণশীর্ণ। তাতে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৪ রানের বেশি তুলতে পারেনি ঢাকা।
মিরপুরের হোম অব ক্রিকেটে টসে জিতে আগে দুর্দান্ত ঢাকাকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় সিলেট স্ট্রাইকার্স। প্রথম ওভারে ওপেনার সাব্বির হোসেনকে (৪) হারিয়ে হোঁচট খায় ঢাকা। তবে দ্বিতীয় উইকেটে নাঈম শেখ এবং সাইফ হাসানের ৭৮ রানের ঝোড়ো জুটিতে সে চাপ সামলে ওঠে তারা।
তৃতীয় ওভারে সিলেটের স্পিনার নাঈম হাসানকে টানা ৪ বলে তিন চার এবং এক ছক্কা মেরে খোলসমুক্ত হন সাইফ। পরের ওভারে তানজিম হাসান সাকিবকে দুইবার সীমানাছাড়া করে দ্রুত রান তোলা শুরু করেন নাঈম শেখও। তাদের ব্যাটে একটা সময় বড় স্কোরের স্বপ্ন দেখছিল ঢাকা।
তবে ১০ম এবং ১১তম ওভারে ৮ বলের মধ্যে তাদের দুজনকে হারিয়ে ফের বিপদে পড়ে ঢাকা। বেনি হাওয়েলের বলে জায়গা করে নিয়ে শট খেলতে গিয়ে বোল্ড হয়ে থামতে হয় সাইফকে। ফেরার আগে ৩২ বলে ৬ চার এবং ১ ছক্কায় ৪১ রান করেন এই ব্যাটার।
অন্যদিকে সামিট প্যাটেলকে তুলে মারতে গিয়ে লং অনে ধরা পড়েন নাঈম শেখ। দু’টি করে চার-ছক্কায় ২৯ বলে ৩৬ রানে থামতে হয় তাকে।
দুই সেট ব্যাটার ফিরতেই ছন্দ হারায় ঢাকা। পরের ব্যাটারদের কেউই আর ঢাকার ইনিংস পুনরুদ্ধারের মিশনে সফল হতে পারেননি। যার ফলে সিলেটের সামনে বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়াও হয়নি তাদের।
সিলেটের পক্ষে সর্বোচ্চ তিন উইকেট পান রেজাউর রহমান রাজা। ছোট পুঁজি নিয়েও লড়াইটা চালিয়ে যাওয়ার দায়িত্ব এখন ঢাকার বোলারদের।