কেমন হবে শেষ চারের লাইনআপ?

কেমন হবে শেষ চারের লাইনআপ?

দেখতে দেখতে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চলে এসেছে ‘বিজনেস এন্ডে’। প্লে অফে জায়গা করে নেওয়ার লড়াই জমে উঠেছে দারুণভাবে। শীর্ষ পাঁচ দল ভালোভাবেই আছে শেষ চারের লড়াইয়ে। 

গেল আসরে বিপিএলের রাউন্ড রবিন পর্ব শেষ হওয়ার অনেক আগে থেকেই মোটামুটি নিশ্চিত হয়ে গিয়েছিল কোন চার দল খেলবে প্লে অফে। সে আসরে গ্রুপ পর্ব থেকে বাদ পড়া খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আর ঢাকা ডমিনেটর্স যে বিপিএল তুলে নিয়েছিল মোটে ৬টি করে পয়েন্ট!

তবে এবার প্লে অফের লড়াইটা জমে উঠেছে মূলত লড়াইটা পঞ্চমুখী হয়ে ওঠায়। পয়েন্ট তালিকাটা একবার দেখুন, শীর্ষে থাকা রংপুর রাইডার্সের পয়েন্ট ১০, দুইয়ে থাকা চট্টগ্রাম চ্যালেঞ্জার্সও তাই। এরপর তিনে আর চারে থাকা কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর খুলনা টাইগার্স দুই দলেরই পয়েন্ট ৮ করে, দুই দল আবার খেলেছে ৬টি করে ম্যাচ। 

পাঁচে থাকা বরিশালও ভালোভাবেই আছে প্লে অফের লড়াইয়ে। ম্যাচ যদিও ৭টা খেলে ফেলেছে তামিম ইকবালের দল, তবে জয় তুলে নিয়েছে তিনটি। ফলে প্লে অফের লড়াই থেকে একেবারে ছিটকে যায়নি দলটি। সে কারণেই মূলত ইঙ্গিত মিলছে শেষ চারের লড়াইটা শেষ দিকে এসে আরও জমে ওঠার।

দল ম্যাচ জয় হার পয়েন্ট নেট রানরেট
রংপুর রাইডার্স ১০ +১.৪৬২
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ১০ -০.১৬৫
কুমিল্লা ভিক্টোরিয়ান্স +১.২৮১
খুলনা টাইগার্স +০.৫৩৫
ফরচুন বরিশাল +০.১২৯
সিলেট স্ট্রাইকার্স -১.২৬৫
দুর্দান্ত ঢাকা -১.৫৪৯

 

 

সম্পর্কিত খবর