শ্রীলঙ্কার ওয়ানডে দল থেকে বাদ শানাকা

শ্রীলঙ্কার ওয়ানডে দল থেকে বাদ শানাকা

তিনি এখন ব্যস্ত বিপিএলে। খেলছেন খুলনা টাইগার্সের হয়ে। তবে ঢাকায় বসেই তিনি শুনলেন দুঃসংবাদ। শ্রীলঙ্কার ওয়ানডে দল থেকে বাদই যে পড়ে গেছেন তিনি!

সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও দলের অধিনায়কত্ব করেছেন শানাকা। তবে বাজে ফর্মের কারণে এবার তিনি দলে জায়গা পাননি। আজ বৃহস্পতিবার এক বিবৃতিতে আসন্ন আফগানিস্তান সিরিজের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। সে তালিকাতেই দেখা যায়, ওয়ানডে থেকে ছিটকে গেছেন শানাকা।

তিনি ছাড়াও শ্রীলঙ্কা স্কোয়াডে আছে দুই পরিবর্তন। নুয়ানিদু ফার্নান্দো আর জেফ্রি ভ্যান্ডারসের জায়গায় দলে এসেছেন চামিকা করুণারত্নে আর ওপেনার শেভন ডানিয়েল।

শানাকার ছিটকে যাওয়াটা অনুমিতই ছিল। তিনি শেষ অনেক দিন ধরেই রানে ছিলেন না। সবশেষ ২৩ ইনিংসে তিনি ১২.২৫ গড়ে রান তুলেছেন তিনি। সবশেষ জিম্বাবুয়ে সিরিজেও রানে ফিরতে পারেননি। দুই ম্যাচে করেছিলেন মোটে ৮ আর ৭ রান। সে কারণে সিরিজের শেষ ম্যাচে তাকে একাদশে রাখা হয়নি। এবার তাকে ছেঁটেই ফেলা হলো স্কোয়াড থেকে।

শ্রীলঙ্কা ওয়ানডে স্কোয়াড:

কুশল মেন্ডিস (অধিনায়ক), দিলশান মাদুশঙ্কা, দুষ্মন্ত চামিরা, দুনিথ ভেল্লালাগে, প্রমদ মাদুশান, আকিলা ধনাঞ্জয়া ও ওয়ানিন্দু হাসারাঙ্গা, চারিথ আসালাঙ্কা, পাথুম নিশাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, সাদিরা সামারাবিক্রমা, সাহান আরাচিগে, শেভন ড্যানিয়েল, জানিত লিয়ানাগে, চামিকা করুণারত্নে, মাহিশ থিকসানা।

সম্পর্কিত খবর