আরও দুই টেস্টে নেই কোহলি
ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের প্রথম দুটিতেই ছিলেন না বিরাট কোহলি। ব্যক্তিগত কারণে ছিলেন ছুটিতে। তবে বলা হচ্ছিল, তৃতীয় টেস্ট থেকে দলে থাকবেন তিনি। নামবেন মাঠে। এখন জানা যাচ্ছে ভিন্ন কথা। আসন্ন দুটি টেস্টেও তাকে পাচ্ছে না ভারত। এমনকি শেষ টেস্টেও মাঠে নাও দেখা যেতে পারে কোহলিকে; ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে এমনটিই।
ব্যক্তিগত কারণ বলা হলেও দেশটির একাধিক গণমাধ্যমের খবর অনুযায়ী, এই সময়টাতে দ্বিতীয় সন্তানের বাবা হওয়ার কথা রয়েছে কোহলির। আর মূলত, এ কারণেই ক্রিকেট থেকে দূরে গিয়ে সন্তান সম্ভাবা স্ত্রী আনুশকা শর্মাকে সময় দিচ্ছেন তিনি। যদিও এ ব্যাপারে বোর্ডের পক্ষ থেকে পরিষ্কার করে জানানো হয়নি।
এরইমধ্যে হওয়া প্রথম দুই টেস্ট শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। সিরিজের তৃতীয় টেস্টের আগে অবশ্য লম্বা সময় পাচ্ছে দু’দল। আগামী ১৫ ফেব্রুয়ারি রাজকোটে হবে এই টেস্ট। এরপর রাঁচি টেস্ট হয়ে সিরিজ শেষ হবে ধর্মশালায়। সেখানেও কোহলিকে পাওয়া নিয়ে রয়েছে শঙ্কা। আর শেষ পর্যন্ত এমনটি হলে এই সিরিজে কোহলিকে নাও দেখা যেতে পারে।
অবশ্য কোহলি না থাকলেও তৃতীয় টেস্টে ফিরতে পারেন দ্বিতীয় টেস্ট চোটের কারণে না খেলা লোকেশ রাহুল ও রবীন্দ্র জাদেজা। দু’জনেই চোট মুক্ত হয়েছেন এরইমধ্যে। তবে তৃতীয় টেস্টে বিশ্রাম পেতে পারেন ভারতকে সিরিজে ফেরানোর নায়ক জাসপ্রিত বুমরাহ। তার জায়গায় তৃতীয় টেস্টের দলে ফেরার সম্ভাবনা রয়েছে মোহাম্মদ সিরাজের।
যদিও এই সিরিজ শুরুর আগে বলা হচ্ছিল এটা হবে মূলত, বাজবলের বিপরীতে বিরাটবলের লড়াই। ইংল্যান্ডের মাটিতে কোহলির টেস্ট পারফরম্যান্সের কারণেই বলা হচ্ছিল এমনটি। যদিও শেষ পর্যন্ত বিরাটকে ছাড়াই প্রথম দুই টেস্ট খেলতে হয়েছে ভারতকে। এখন তো পুরো সিরিজটাই শঙ্কায় পড়ে গেল কোহলির।