৭ পেসার নিয়ে নিউজিল্যান্ড যাচ্ছে অস্ট্রেলিয়া
চলতি মাসেই দুটি টেস্ট খেলতে নিউজিল্যান্ড সফর করবে অস্ট্রেলিয়া। যে লক্ষ্যে এরইমধ্যে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে অজিরা। প্যাট কামিন্সের নেতৃত্বাধীন সেই দলের ৭ জনই পেসার। মূলত, কিউই কন্ডিশন পেস বান্ধব হওয়ায় বাড়তি পেসার নিয়ে যাচ্ছে অজিরা।
এই সফর দিয়ে দীর্ঘদিন পর অজিদের স্কোয়াডে ডাক পেয়েছেন মাইকেল নেসার। এখন পর্যন্ত দুটি টেস্টে খেলা এই পেসার সম্প্রতি নজর কেড়েছেন শেফিল্ড শিল্ডে। বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও বেশ আয়ত্ব করেছেন তিনি। যার সুবাদেই এবার তাকে দলে জায়গা দিয়েছেন অজি নির্বাচক জর্জ বেইলি, ‘দীর্ঘ সময় ধরে ধারাবাহিক পারফরম্যান্স করছে সে। আমরা যে পরিস্থিতি আশা করছি তার জন্যই মাইকেল নেসারকে দলে আরেকটি সুযোগ দেওয়া।’
নিউজিল্যান্ড সফরে নিয়মিত পেসার মিচেল স্টার্ক, জস হ্যাজেলউড, প্যাট কামিন্সের সঙ্গে স্কট বোল্যান্ড, ক্যামেরুন গ্রিন ও মিচেল মার্শরাও গতির ঝড় তুলবেন। তবে স্পিনে কেবল রাখা হয়েছে নাথান লিয়নকে। তার সঙ্গে পরিস্থিতি বুঝে হাত ঘুরাতে দেখা যেতে পারে ম্যাথু রেনশ কিংবা মার্নাস লাবুশেনকে। তবে দলে যে পেসারদেরই আধিক্য থাকছে তা একরকম নিশ্চিত।
বাড়তি পেসার নেওয়া সম্পর্কে বেইলি বলেন, ‘আমরা এই সফরে ভিন্ন ধরনের ফাস্ট বোলারের দিকে তাকিয়ে থাকব। নিউজিল্যান্ড সফর বলেই পেসারদের নিয়ে বিলাসিতা। যদিও এটা লম্বা সফর নয়।’
অস্ট্রেলিয়ার আসন্ন নিউজিল্যান্ড সফর শুরু হবে আগামী ২৯ ফেব্রুয়ারি ওয়েলিংটন টেস্টের মধ্য দিয়ে। এরপর সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ৮ মার্চ ক্রাইস্টচার্চে।
অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক), স্কট বোল্যান্ড, অ্যালেক্স কেরি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লিয়ন, মিচেল মার্শ, মাইকেল নেসার, ম্যাথু রেনশ, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক