জয়ে ফিরতে খুলনার পুঁজি ১৫৩
এবারের বিপিএলে খুলনা টাইগার্সের শুরুটা হয়েছে বেশ ভালো। টানা চার জয়। তবে এরপরই যেন খানিকটা পথ হারিয়ে ফেলল দলটা। টানা দুই হারের পর এই ম্যাচে সিলেটের মুখোমুখি খুলনা। এই ম্যাচ দিয়েই জয়ে ফিরতে চাইবে দলটা। সেজন্যে এনামুল হক বিজয়ের দল হাতে পেয়েছে ১৫৩ রানের পুঁজি। টস জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৪ উইকেট খুইয়ে ১৫৩ রান তুলেছে তারা।
আজ শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে খুলনা শুরুটা পেয়েছিল ভালোই। তার কারণ আফিফ হোসেন। তাকে আজ তুলে আনা হয় ব্যাটিং অর্ডারের তিন নম্বরে। নেমেই খুলনাকে দিলেন তার প্রতিদান। তৃতীয় ওভারে এভিন লুইসের বিদায়ের পর তিনি আসেন ক্রিজে। খেলেন ১৬ বলে ২৪ রানের ক্যামিও।
এবারের বিপিএলে ভালো সময় কাটানো এনামুল হক বিজয় আজ শেষ পর্যন্ত টিকে থাকলেও ছিলেন বেশ মন্থর। আফিফ হোসেনের সঙ্গে জুটিতে তার অবদান ছিল ৭ রানের, বল খেলেছিলেন ১০টি। এর আগে ওপেনিং জুটিতেও তার স্ট্রাইক রেট ছিল দুই অঙ্কে।
আফিফ বিজয়ের সঙ্গে মিলে পাওয়ারপ্লেতে খুলনাকে এনে দেন ৪৬ রান। এরপর আফিফ বিদায় নিলে দলের রানের গতিটাও থমকে আসতে থাকে। এর ওপর চারে নামা মাহমুদুল হাসান জয়ও হতাশই করেছেন দলকে।
এরপর হাবিবুর রহমান সোহানকে নিয়ে বিজয় গড়েন ৯৯ রানের জুটি। এ জুটিও শুরুর দিকে ছিল বেশ মন্থর। বিজয় আর সোহান, দুজনেরই স্ট্রাইক রেট ছিল দুই অঙ্কের ঘরে। এমনকি ফিফটির আগ পর্যন্ত বিজয় তিন অঙ্কের স্ট্রাইক রেটে যেতেই পারেননি!
তবে একেবারে শেষ দিকে এসে হাত খোলা শুরু করেন দুজনে। শেষ তিন ওভারে আসে যথাক্রমে ১৭, ১২ ও ২২। সোহান ইনিংস শেষ করেন ৩০ বলে ৪৩ রান করে। আর বিজয় অপরাজিত ছিলেন ৫৮ বলে ৬৭ রান করে। তাতেই মূলত খুলনা পায় ১৫৩ রানের লড়াকু পুঁজি।