সাইফ-নাইমে ভর করে কুমিল্লাকে ঢাকার ১৭৬ রানের চ্যালেঞ্জ
এবারের বিপিএলে একটা ম্যাচই জিতেছে দুর্দান্ত ঢাকা। সেটা নিজেদের প্রথম ম্যাচে, কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে। প্রায় ২০ দিন পর আবারও সেই কুমিল্লার মুখোমুখি ঢাকা। এবারের দেখায়ও জয় তুলে নেওয়ার ভালোই সম্ভাবনা সৃষ্টি করেছে দলটা। নাইম শেখ আর সাইফ হাসানের ফিফটিতে চড়ে ১৭৫ রানের পাহাড় দাঁড় করিয়েছে ঢাকা।
দুর্দান্ত ঢাকা অধিনায়ক তাসকিন আহমেদ আজ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টসে জেতেন। নেন আগে ব্যাট করার সিদ্ধান্ত। নাইম শেখের কল্যাণে শুরুটা ভালোই করে ঢাকা। ১৩ বলে ১৪ রান করা চতুরঙ্গা ডি সিলভা আউট হয়ে যান। তবে নাইম শেখ আর সাইফ হাসান মিলে দলকে এগিয়ে নিচ্ছিলেন বেশ। পাওয়ারপ্লেতে ঢাকা তাই পেয়ে যায় ৫৫ রান।
নাইম-সাইফ এরপরও থামেননি। সে ব্যাটিংটাই চালিয়ে গেছেন, ছুঁয়ে ফেলেছেন ফিফটিও। তবে ফিফটির পরই বিদায় নেন দুজন। বিদায়ের সময়টাও ছিল কাছাকাছি, ম্যাথিউ ফোর্ডের করা ১৭তম ওভারে সাজঘরে ফিরেছেন দুজন। ৪২ বলে ৫৭ রান করেছেন সাইফ। অন্যদিকে হিট আউট হওয়ার আগে নাইম করেছেন ৪৫ বলে ৬৪।
শেষ দিকে অ্যালেক্স রস ১১ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। ওপাশে এসএম মেহেরবও ৮ বলে ১১ রানে অপরাজিত থাকেন। ২০ ওভার শেষে তাই ৪ উইকেট হারিয়ে ১৭৫ রানের পুঁজি পায় ঢাকা।
কুমিল্লার হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার পান ম্যাথিউ ফোর্ড। আলিস আল ইসলাম নেন ১টি উইকেট।