মমিনুলের অভিজ্ঞতা কাজে আসবে রংপুরের

মমিনুলের অভিজ্ঞতা কাজে আসবে রংপুরের

বাংলাদেশ প্রিমিয়ার লিগের ড্রাফটে অবিক্রীত থেকে গিয়েছিলেন মুমিনুল হক। তবে বিপিএলের মাঝপথে তাকে দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স। তিনি সতীর্থ হিসেবে পেয়েছেন এবার সাকিব আল হাসানকে। সাকিব জানালেন, তার অভিজ্ঞতা দারুণ উপকারেই আসবে রংপুরের জন্য।

দেশের ক্রিকেটে মুমিনুলের একটা ভাবমূর্তি দাঁড়িয়ে গেছে, তিনি ‘টেস্ট ক্রিকেটার’। সে কারণেই হয়তো, বিপিএলে ড্রাফটে সাড়া পান না! সে নিয়ে আফসোস আছে, তবে খুব বেশি নয়, সেটা নিজেই জানিয়েছিলেন মুমিনুল হক। বলেছিলেন, ‘আমার মনে হয় না খুব বেশি সমস্যা হবে। অনেক দিন ধরে ক্রিকেট খেলছি, কিছুটা হলেও তো জানি হয়তো! খুব বেশি জানি, এটাও বলব না, কিছুটা হলেও তো জানি!’

সেই অভিজ্ঞতার কারণেই সাকিব আল হাসানের কাছে বাড়তি গুরুত্ব পাচ্ছে মুমিনুলের দলে ঢোকাটা। বললেন, ‘আমার কাছে মনে হয় মমিনুলের মতো একজন সিনিয়র ক্রিকেটার যখন দলে আসবে সেটার এক্সপেরিয়েন্স বা ওর যে পারফরম্যান্স এটা আমাদের কাজে আসবে বলে মনে করি। আমি শিওর যে ক্যাপ্টেন ও কোচ কোনো না কোনো প্ল্যান করে ওকে দলে নিয়েছে। আমি সিওর সুযোগ পেলে ও দলের হয়ে অবদান রাখতে পারবে।’

সম্পর্কিত খবর