পুরো সিরিজেই থাকছেন না কোহলি, জানাল বিসিসিআই

পুরো সিরিজেই থাকছেন না কোহলি, জানাল বিসিসিআই

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ চলছে ভারতের। তার প্রথম দুই টেস্টে খেলেননি বিরাট কোহলি। ভারতীয় সংবাদ মাধ্যমে গুঞ্জন ছিল তিনি পরের তিন টেস্টেও খেলছেন না। সে গুঞ্জনটাই সত্যি হলো। কোহলিকে পরের তিন টেস্টেও পাচ্ছে না ভারত, আজ এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বিসিসিআই।

ভারতের বিবৃতির মূল বিষয় অবশ্য ‘কোহলি’ ছিল না। ইংলিশদের বিপক্ষে পরের তিন টেস্টের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। তারই নোটে দেখা যায় কোহলির না খেলার বিষয়টি। ‘ব্যক্তিগত কারণে’ খেলছেন না কোহলি, তার এই সিদ্ধান্তটাকে সম্মান দেখিয়ে পূর্ণ সমর্থনও জানাচ্ছে ভারতীয় বোর্ড। 

কোহলির এই খবরটা প্রত্যাশিতই ছিল। তবে বিবৃতিতে নিশ্চিত হওয়ার পর খবরটা নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে বেশ। ক্যারিয়ারে এই প্রথম যে কোনো হোম সিরিজ থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নিয়েছেন কোহলি।

বোর্ডের সেই বিবৃতিতে নোট আছে আরও একটি। রবীন্দ্র জাদেজা আর লোকেশ রাহুলকে নিয়ে লেখা হয়েছে সেটি। দুজনেই চোটে পড়েছিলেন। তবে তাদেরকে পরের তিন টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, ‘মেডিক্যাল দলের ছাড়পত্র পাওয়া গেলে তবেই মাঠে নামতে পারবে জাদেজা আর রাহুল।’ 

জাদেজা-রাহুল থাকলেও শ্রেয়াস আইয়ার জায়গা পাননি ১৭ সদস্যের স্কোয়াডে। বর্তমানে তিনি বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসনে আছেন। এর আগের দুই টেস্টে অবশ্য ভালো করতে পারেননি তিনি। চার ইনিংসে তিনি ৪০ রানও করতে পারেননি কোনোটিতে। 

ভারতের ১৭ সদস্যের এই স্কোয়াডে আছে এক নতুন মুখ। তরুণ পেসার আকাশ দীপ জায়গা করে নিয়েছেন এই দলে। আগামী ১৫ ফেব্রুয়ারি সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড।

ভারতের টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশপ্রীত বুমরা, যশস্বী জয়সওয়াল, শুবমান গিল, লোকেশ রাহুল, রজত পাতিদার, কে এস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, সরফরাজ খান, ধ্রুব জুরেল, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার ও আকাশ দীপ।

সম্পর্কিত খবর