বিপিএলের চট্টগ্রাম-পর্বে ২০০ টাকায় দেখা যাবে দুই ম্যাচ

বিপিএলের চট্টগ্রাম-পর্বে ২০০ টাকায় দেখা যাবে দুই ম্যাচ

ঢাকা-সিলেটের পর এবার চট্টগ্রামে যাচ্ছে বিপিএল। আগামী ১৩ ফেব্রুয়ারি মঙ্গলবার থেকে ম্যাচগুলো হবে সাগরিকার পাড়ে।

এই পর্বের টিকিটের মূল্য জানিয়েছে বিসিবি। চট্টগ্রাম পর্বে সর্বনিম্ন ২০০ টাকায় দেখা যাবে বিপিএলের দুই ম্যাচ।

আজ বিসিবির বিবৃতিতে জানা যায়, টিকিটের সর্বোচ্চ মূল্য ২৫০০ টাকা। এই টাকা দর্শককে গুণতে হবে গ্র্যান্ড স্ট্যান্ড, রুফটপ হসপিটালিটি বক্সের টিকিট কিনতে গেলে।

সর্বনিম্ন ২০০ টাকা হচ্ছে ওয়েস্টার্ন স্ট্যান্ডের টিকিট। এছাড়াও ইন্টারন্যাশনাল স্ট্যান্ড ১ হাজার ৫০০, ক্লাব হাউজ ৮০০, ইস্টার্ন স্ট্যান্ডের টিকিটের দাম ৪০০ টাকা। 

টিকিট মিলবে বিটাক মোড়ের পাশে সাগরিকা টিকিট সেন্টার ও এম এ আজিজ টিকিট কাউন্টারে। এ ছাড়া বিসিবির অফিসিয়াল ওয়েবসাইট থেকে ঘরে বসেও কেনা যাবে এই টিকিট।

টিকিট বিক্রি শুরু আগামীকাল থেকে। ম্যাচের আগের দিন, ম্যাচের দিন টিকিট পাওয়া যাবে নির্ধারিত সব জায়গায় স্থানে। 

সম্পর্কিত খবর