রংপুরের রান পাহাড়, চলতি আসরে নতুন রেকর্ড
ব্যাট হাতে ঠিক যা করতে চেয়েছিল এই ম্যাচে তাই করে দেখালো রংপুর রাইডার্স। টসে জিতে ব্যাট করে স্কোরবোর্ডে ২১১ রানের সমৃদ্ধ সঞ্চয়টা ম্যাচের অর্ধেক পথে রংপুরের হাসি বাড়াচ্ছে। চলতি বিপিএলে সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়লো রংপুর। প্রথম দল হিসেবে এই আসরে দুশো রান তুললো তারা।
আর রংপুরের এই ব্যাটিং আনন্দের কৃতিত্ব ব্যাট করতে নামা তাদের পাঁচ ব্যাটারই ভাগাভাগি করে নিচ্ছেন। এই তালিকায় অবশ্য সবচেয়ে বেশি বাহবা পাবেন জিমি নিশাম। নিউজিল্যান্ডের এই অলরাউন্ডার মাত্র ২৬ বলে ৩ ছক্কা ও ৫ বাউন্ডারিতে অপরাজিত ৫১ রান করেন। ক্যাচ মিস যে কতো বড় সমস্যা তৈরি করতে পারে সেটা জিমি নিশামের ব্যাটিং দেখে বুঝতে পারছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। লং অফ বাউন্ডারিতে ক্যাচ তুলেছিলেন নিশাম। কিন্তু চট্টগ্রামের জস ব্রাউন সেটা হাতে রাখতে পারলেন কই? জিমি নিশামের রান তখন সিঙ্গেল ডিজিটে, ৯।
সেই ‘জীবন’ পেয়ে নিশাম ইনিংস শেষ করলেন ২৬ বলে হার মানা হাফসেঞ্চুরিতে!
শুরু থেকে শেষ পর্যন্ত-পুরো ২০ ওভার ব্যাট হাতে ঠিক যাকে বলে দাপুটে ব্যাটিং, তারই প্রদর্শনী করলো রংপুর। রনি তালুকদার ও রিজা হেনড্রিকসের ওপেনিং জুটিতে এলো ৭ ওভারে ৬১ রান। রনি করলেন ১৭ বলে ২৪ রান। দক্ষিণ আফ্রিকার রিজা হেনড্রিকস চলতি বিপিএলে খেলতে নেমেই হাফসেঞ্চুরির আনন্দ করলেন। তার ৪১ বলে ৫৮ রানের ইনিংস রংপুরকে বড় স্কোর গড়ার শক্তপোক্ত বেশ ভালোভাবেই উপভোগ করলেন।
ওয়ানডাউনে নামা সাকিব আল হাসান আগের ম্যাচেই নিজের ফর্ম খুঁজে পেয়েছিলেন। তারই ধারাবাহিকতা দেখান শনিবারের (১০ ফেব্রুয়ারি) ম্যাচে। ১ ছক্কা ৩ বাউন্ডারিতে তার ১৬ বলের ২৭ রানের ইনিংস রংপুরের ইনিংসে বাহারি রং এনে দিল। সাকিব ও রিজা হেনড্রিকসের দ্বিতীয় উইকেট জুটিতে জমা হলো ৩২ বলে ৬০ রান। সালাউদ্দিন শাকিলের একই ওভারে দু’বলের ব্যবধানে সাকিব ও রিজা হেনড্রিকস ফিরে যাওয়ার পর রংপুরের স্কোরকে বড় করার দায়িত্ব চাপে অধিনায়ক নুরুল হাসান সোহান ও নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশামের ওপর।
চতুর্থ উইকেট জুটিতে সেই কাজটা দারুণ দক্ষতার সঙ্গে করলেন এই দুই ব্যাটার। যোগ করলেন ৮৯ রান, তাও মাত্র ৪৬ বলে।
পনের ওভারেই রংপুরের স্কোর পৌছে যায় ৩ উইকেটে ১৩৬ রানে। শেষের পাঁচ ওভারে ব্যাটে ঝড় তোলার দারুণ উপলক্ষ্য পেয়ে যায় তারা। সোহান ও জিমি নিশামের ব্যাটিংয়ে সেই আনন্দ উপহার দিল।
সোহান করলেন ২১ বলে অপরাজিত ৩১রান। জিমি নিশামের ব্যাট হাসলো ২৬ বলে হার না মানা ৫১ রানের উৎসবে। সেই সুবাদে রংপুরের স্কোরবোর্ড রানে রঙিন।
সংক্ষিপ্ত স্কোর: রংপুর রাইডার্স: ২১১/৩ (২০ ওভারে, রনি তালুকদার ২৪, রিজা হেনড্রিকস ৫৮, সাকিব ২৭, সোহান ৩১*, নিশাম ৫১*, অতিরিক্ত ২০, সাকিল ২/১৫)