তামিমের সঙ্গী সাকিব
সাকিব আল হাসান। অনেকেই বলেন রেকর্ড আল হাসান। মাঠে নামলেই রেকর্ড। প্রতি ম্যাচেই যেভাবে রেকর্ডের বন্যায় ভাসান; তাতে রেকর্ড মানেই সাকিব আর সাকিব মানেই রেকর্ড বললে একদমই ভুল হবে না। শনিবার বিপিএলের ম্যাচে এক এলিট ক্লাবে প্রবেশ করেছেন তিনি! যেখানে তিনি সঙ্গী হলেন তামিম ইকবালের।
টি-টোয়েন্টি ক্রিকেটে তার রান এখন ৭ হাজার। এই অর্জন বাংলাদেশী ব্যাটারদের মধ্যে দ্বিতীয়। প্রথমজন তারই এক সময়ের বন্ধু তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে খেলেছেন ১৬ বলে ২৭ রানের ইনিংস। আর তাতেই পৌঁছে যান ৭ হাজারি ক্লাবে।
শুধু যে রানের রেকর্ড গড়ছেন তা না। এদিন সাকিব প্রবেশ করলেন সাত হাজার টি-টোয়েন্টি রান আর ৪০০ টি-টোয়েন্টি উইকেট। সাকিবের আগে এই তালিকায় একমাত্র নাম ছিলো আন্দ্রে রাসেল। তার আছে ৭৯৯২ রান আর ৪২৪ উইকেট। কলকাতা এবং ঢাকার সাবেক সতীর্থ এবার এই তালিকায় পেলেন তার টিমমেটকে।
তবে টি-টোয়েন্টিতে সাড়ে বারো হাজারের বেশি রান করেও উইকেট সংখ্যা কম থাকায় এই তালিকায় নাম নেই কাইরন পোলার্ডের। উইকেট ৩১৬টি। অন্যদিকে এই এলিট ক্লাবের দ্বারপ্রান্তে আছেন ডোয়াইন ব্রাভো। টি-টোয়েন্টিতে তার আছে ৬৯২০ রান এবং ৬২৩। তার সামনে সুযোগ আছে প্রথম ক্রিকেটার হিসেবে সাত হাজার রান এবং ৬০০ উইকেট। সেক্ষেত্রে তিনি ছাড়িয়ে যাবেন সাকিবকেও।
সাকিবের আগে সাত হাজার রান করা তামিম ইকবাল ২৫৫ ম্যাচের ২৫৪ ইনিংসে করেন ৭৩৮৬ রান। ৪৬টি ফিফটির সঙ্গে ৪টি ফিফটি করেন অভিজ্ঞ ওপেনার। একই সঙ্গে বল হাতে সাকিবের শিকার ৪৭৪ উইকেট। ম্যাচে পাঁচবার ৫ ও দশবার ৪ উইকেট নিয়েছেন তিনি। টি-টোয়েন্টিতে সাকিবের আগে ৭ হাজার রান ও ৪০০ উইকেট নেওয়া রাসেল ব্যাটিংয়ে ৭ হাজার ৯৯২ রানের সঙ্গে বল হাতে তুলেন ৪২৪ উইকেট।