মাহমুদউল্লাহ-সৌম্যর ব্যাটে বড় পুঁজি বরিশালের
শক্তিশালী দল গড়েও কিছুতেই সাফল্য পাচ্ছিল না ফরচুন বরিশাল। তামিম ইকবালের নেতৃত্বে প্রথম ম্যাচটা জয় পেলেও এরপরই পথ হারায় তারা। চলতি বিপিএলে ৬ ম্যাচে মাত্র ২ জয়। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে আগের ম্যাচেই হেরেছে দলটি। তবে শনিবার মিরপুরের শেরেবাংলায় মাহমুদউল্লাহ রিয়াদ ও সৌম্য সরকারের ব্যাটে ঠিকই জেতার মতো সংগ্রহ পেয়ে গেল বরিশাল।
রাতের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে দুর্দান্ত ঢাকার বিপক্ষে ভাল পুঁজি পেয়েছে দলটি। ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে তারা তুলেছে ১৮৯ রান।
এরইমধ্যে বিপিএলের প্লে-অফ লড়াই থেকে ছিটকে গেছে ঢাকা। আট ম্যাচে তাদের জয় মাত্র একটি।
যদিও এদিন ব্যাট হাতে শুরুটা ভালো করতে পারেননি বরিশালের টপ অর্ডার ব্যাটাররা। খেলার দ্বিতীয় ওভারে শরিফুল ইসলামের বলে ব্যক্তিগত ৪ রানে ফিরে যান অধিনায়ক তামিম ইকবাল। এরপর ঢাকার ক্যাপ্টেন তাসকিনের বলে আউট আহমেদ শেহজাদ। তাসকিন ফেরান মুশফিকুর রহিমকেও।
তারপরই প্রাচীর হয়ে দাঁড়ালেন মাহমুদউল্লাহ রিয়াদ। অবশ্য একারণেই তিনি ক্রাইসিস ম্যান। জাতীয় দল-ফ্র্যাঞ্চাইজি লিগের ম্যাচ, সব জায়গাতেই মাহমুদউল্লাহ যেন বুঝিয়ে দেন তিনি কি? এবার ৪৭ বলে ৭৩ রানের দেখার মতো এক ইনিংস খেলেন, যাতে ছিল ৪টি ছক্কা ও ৭টি চার। শরিফুলের ১৭তম ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে মাঠ ছাড়েন রিয়াদ।
অন্য প্রান্তে লড়লেন সৌম্য সরকার। ছয় ছক্কা ও চার চারে অপরাজিত ৪৮ বলে ৭৫ রানে। শোয়েব মালিক ১৯ রানের ক্যামিও ইনিংস খেলে দুর্দান্ত ঢাকাকে ১৯০ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দেয় ঢাকা। ঢাকার শরিফুল ইসলাম ও তাসকিন তুলেন দুটি করে উইকেট।