৩ কোটি রুপিতে আইপিএলের দলে শামার জোসেফ
সাম্প্রতিক সময়টা বেশ ভালোই কাটছে ক্যারিবীয় এই পেসারের। অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেক সিরিজেই সবার নজরে এসেছেন তরুণ এই পেসার। এবার ৩ কোটি রুপিতে জোসেফকে দলে ভিড়িয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লক্ষ্ণৌ সুপার জায়ান্টস।
আইপিএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ (শনিবার) বলা হয়েছে, ইংলিশ পেসার মার্ক উডের বদলি হিসেবে দলে নেওয়া হয়েছে জোসেফকে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে সাড়া জাগিয়ে পিএসএলের দল পেশোয়ার জালমিতে চুক্তি করেন জোসেফ। সংযুক্ত আরব আমিরাতে চলা আইএল টি–টোয়েন্টিতেও খেলার কথা ছিল তার, তবে টেস্ট সিরিজে পায়ে ব্যথা পাওয়ায় পরে আর আরবে যাওয়া হয়ন।
জোসেফ এখন পর্যন্ত মাত্র দুইটি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন, যেখানে মোট ৮ ওভার বল করে একটি উইকেটও শিকার করতে পারেননি তিনি। তবুও তাকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে রাখারও চিন্তাভাবনা করছেন কোচ ড্যারেন স্যামি।
মার্চের শেষদিকে শুরু হবে সবচেয়ে বড় ও জাঁকজমকপূর্ণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল। যেখানে ওয়েস্ট ইন্ডিজের আরও দুই ক্রিকেটার নিকোলাস পুরান ও কাইল মায়ার্সকে পাবেন শামার জোসেফ।