বিপিএল মাতাতে আসছেন মিলার

বিপিএল মাতাতে আসছেন মিলার

চলতি বিপিএলে বড় বড় তারকা ক্রিকেটারদের নিয়েই দল সাজিয়েছে ফরচুন বরিশাল। বিশেষ করে জাতীয় দলের সিনিওর খেলোয়াড়রা আছেন এই দলে। তারপরও পয়েন্ট টেবিলে আশানুরূপ অবস্থানে নেই তারা। এবার তাই বিদেশী তারকাদের দলে ভিড়িয়ে কাঙ্ক্ষিত ফল আদায় করতে চায় ফ্র্যাঞ্চাইজিটি।

তামিম, মুশফিক, মাহমুদউল্লাহ, সৌম্য, মিরাজের পাশাপাশি বরিশাল দলে রয়েছেন শোয়েব মালিক, আহমেদ শেহজাদের মতো বাইরের তারকা ক্রিকেটারও। এবার তাদের প্রধান আগ্রহ ও লক্ষ্য প্রোটিয়া হার্ড হিটার ডেভিড মিলারের দিকে।

আগে থেকেই গুঞ্জন ছিল যে মিলার এবারের বিপিএলে বরিশালের জার্সিতে খেলবেন। দলের মালিক মিজান গতকাল বলেছেন, ‘কেশব মহারাজ আসছে, কাইল মায়ার্স আসছে, ডেভিড মিলার আসছে। এগুলো সবই বড় নাম। নাভিন উল খেলতে চাচ্ছে না। ইনজুরির একটা সমস্যার কথা বলেছে সে।’ 

মিলারের আসা নিয়ে প্রশ্ন করা হলে মিজান বলেন, 'মিলার সম্ভাবত ১৭ তারিখ আসবে। তার একটা ব্যক্তিগত কাজ রয়েছে বা প্রোগ্রাম রয়েছে সেটা শেষ করেই বিপিএলে যোগ দিবে।'

সবার আকর্ষণ ডেভিড মিলার ঠিক কবে বিপিএলের মঞ্চে খেলা শুরু করবেন এটা এখন সময়ই বলে দিবে।

সম্পর্কিত খবর