বিপিএল প্লে অফ: সম্ভাবনায় ছয় দল; ঢাকা টাটা, বাই বাই
বিপিএলের প্লে অফে কোনো দল কি এখনো নিশ্চিত? পয়েন্ট টেবিলের দিকে তাকালে এই প্রশ্নের নিশ্চিত কোনো উত্তর আপনি দিতে পারবেন না। শুধু সম্ভাবনার কথা বলতে পারবেন। তবে একটা দল নিয়ে আপনি শতভাগ নিশ্চিত থাকতে পারেন যে এই বিপিএলের প্লে অফে তাদের খেলার আর কোনো সম্ভাবনাও নেই।
দলটা দুর্দান্ত ঢাকা। নামে দুর্দান্ত। কিন্তু মাঠের ক্রিকেটে পুরোই ‘দুর্বল’ ঢাকা। ৯ ম্যাচের মধ্যে আটটিতেই হার! টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে শুধু জিতেছিল ঢাকা। তারপর থেকে হার এবং হার। টানা আট ম্যাচে হার। সেই সঙ্গে চলতি বিপিএলে তাদের সম্ভাবনা শেষ। বাকি ৩ ম্যাচে তারা জিতলেও যে পয়েন্ট হবে তা নিয়ে প্লে অফে খেলার সম্ভাবনা প্রায় শূন্য।
আর এই বাস্তবতা জেনেই ঢাকা এখন রিজার্ভ বেঞ্চে থাকা খেলোয়াড়দের বিপিএলে খেলিয়ে নিচ্ছে। বিদেশি কোটায় চারজন খেলোয়াড় না নামিয়ে তিনজনকে খেলাচ্ছে। টুর্নামেন্টের মাঝপথে এসে ঢাকা ব্যর্থতার বলয় থেকে বেরিয়ে আসতে দলের অধিনায়ক বদল করে। নিয়মিত অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত পেছনের সবগুলো ম্যাচে ব্যর্থ। ব্যাটি- বোলিং অধিনায়কত্ব কোনো বিভাগেই তিনি পাস মার্ক পাননি। বাধ্য হয়ে শেষ তিন ম্যাচে তাকে একাদশ থেকে সরিয়ে দেয় ঢাকা। নতুন অধিনায়ক করে তাসকিন আহমেদকে। কিন্তু অধিনায়ক বদলে ভাগ্যে বদল হয়নি ঢাকার।
টুর্নামেন্টের সামনের বাকি তিন ম্যাচে তারা এখন কেবল অংশগ্রহণকারী দল। জিতলেও কোনো লাভ নেই। এমন পরিস্থিতিতে টাকা খরচ করে বিদেশিদের আর রাখা কেন? এই চিন্তাও করছে এখন ঢাকা। চট্টগ্রাম পর্বে খেলতে যাওয়া দলগুলোর মধ্যে সবচেয়ে নিরুপায় এবং টার্গেটহীন দল হচ্ছে ঢাকা।
অন্যদিকে পয়েন্ট টেবিলে সবচেয়ে বেশি ৬ ম্যাচ জয়ে ১২ পয়েন্ট নিয়ে রংপুর রাইডার্স প্লে অফে এক পা প্রায় দিয়েই রেখেছে। টুর্নামেন্ট যতই সামনে বাড়ছে ততই যেন রংপুর সাফল্যের রং ছড়াচ্ছে। সাকিব আল হাসান ব্যাটে-বলে ফর্মে ফিরেছেন দারুণ দক্ষতায়। দলের বিদেশি কোটায়ও শক্তিমত্তা আরো বাড়াচ্ছে রংপুর। বাকি আর ৪ ম্যাচের মধ্যে একটিতে জিতলেই রংপুর রাইডার্সের প্লে অফ নিশ্চিত। যেভাবে খেলছে পুরো দলটি তাতে এখন তাদের সামনে আপাত টার্গেট একটাই, প্লে অফে এক বা দুইয়ে থাকা।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৭ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় অবস্থানে রয়েছে। কোচ সালাউদ্দিনের দলটি ম্যাচ পরিস্থিতি, উইকেট রিড এবং কন্ডিশন বিবেচনায় খুব দ্রুত খাপ খাইয়ে নিতে পারে। আর এই শক্তিটাই তাদের ম্যাচে এগিয়ে রাখে। অধিনায়ক লিটন দাস শুরুর অফ ফর্ম কাটিয়ে উঠছেন। নিজের সেরাটা সম্ভবত জমিয়ে রাখছেন প্লে অফের জন্য।
কুমিল্লার চেয়ে এক ম্যাচ বেশি খেলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে। যদিও তাদের পয়েন্ট কুমিল্লার সমান ১০। চট্টগ্রামের বিদেশি রিপ্লেসমেন্টও হয়েছে বেশ। অস্ট্রেলিয়ার জস ব্রাউন প্রথম ম্যাচেই জানিয়ে দিয়েছেন তিনি বিগ ম্যাচের বিগ উইনার। বিপিএলের তৃতীয় পর্ব হবে চট্টগ্রামে। নিজ মাটিতে নিজ সমর্থকদের সামনে চট্টগ্রাম প্লে অফ নিশ্চিত করতে চায়। রংপুরের বিরুদ্ধে শেষ ম্যাচে চট্টগ্রামের বোলিং ছিল ভীষন মামুলি। এই ম্যাচে রংপুরের ২১১ রান এখন পর্যন্ত চলতি বিপিএলের সর্বোচ্চ স্কোর। চট্টগ্রামের বড় দুঃশ্চিন্তার বিষয় হলো অধিনায়ক শুভাগত হোমের ফর্ম। ব্যাটে-বলে এখনো ম্যাচ জেতানো বা দলকে বিপদ থেকে উদ্ধার করার মতো কোনো পারফরমেন্স দেখাতে পারেননি চট্টগ্রাম অধিনায়ক।
অধিনায়কের কাজ কিন্তু শুধু টস করা নয়!
ফরচুন বরিশাল টুর্নামেন্টে এখন পর্যন্ত হার-জিতের সমান সমানে রয়েছে। ৮ ম্যাচে ৪ জয়, ৪ হার নিয়ে বরিশালের পয়েন্ট এখন ৮। টুর্নামেন্টে নিজেদের ‘ফরচুন’ ঠিক রাখতে হলে বরিশালকে সামনের ম্যাচগুলোতে ভুল করলে চলবে না। অধিনায়ক তামিম ইকবাল শুরুটা পাচ্ছেন কিন্তু এখন পর্যন্ত ম্যাচ জেতাতে এককভাবে কোনো ভুমিকা রাখতে পারেননি। শেষ ম্যাচে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের আক্রমণাত্মক ব্যাটিং বরিশালকে বুক ফোলানো সাহস দিচ্ছে।
খুলনা টাইগার্স শুরুর তিন ম্যাচে জয়ের পর হারছে তো হারছেই। শেষ চার ম্যাচে টানা হারে দলটা বড় বিপদে। এনামুল হক বিজয়ের দল কি পারবে প্লে অফে খেলতে শেষের চ্যালেঞ্জ টপকাতে?
৯ ম্যাচে ৩ জয় ও ৬ হারে সিলেট স্ট্রাইকার্স পয়েন্ট টেবিলে সাত দলের মধ্যে এখন ষষ্ঠ। প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করতে হলে সিলেটকে এখন টুর্নামেন্টে নিজেদের সেরা খেলতে হবে। আর সেই সঙ্গে অপেক্ষায় থাকতে হবে পয়েন্ট টেবিলের ওপরের দিকের দলগুলো যেন হারে!
সাত দলের মধ্যে ঢাকাকে আপনি এখনই বিপিএল থেকে টাটা, বাই বাই জানিয়ে দিতে পারেন!
বিপিএল পয়েন্ট টেবিল
দল | ম্যাচ | জয় | হার | পয়েন্ট | রানরেট |
রংপুর রাইডার্স | ৮ | ৬ | ২ | ১২ | ১.৬১৩ |
কুমিল্লা ভিক্টো: | ৭ | ৫ | ২ | ১০ | ১.১৩০ |
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স | ৮ | ৫ | ৩ | ১০ | -০.৫০৫ |
ফরচুন বরিশাল | ৮ | ৪ | ৪ | ৮ | ০.৩৬৫ |
খুলনা টাইগার্স | ৭ | ৪ | ৩ | ৮ | ০.৩৬০ |
সিলেট স্ট্রাইকার্স | ৯ | ৩ | ৬ | ৬ | -১.০৫৪ |
দুর্দান্ত ঢাকা | ৯ | ১ | ৮ | ২ | -১.৪৫২ |