অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি, রিফাত বেগের ইতিহাস

অনূর্ধ্ব ১৮ ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি, রিফাত বেগের ইতিহাস

শেখ কামাল অনূর্ধ্ব ১৮ জাতীয় ক্রিকেটের সেমিফাইনাল ইতিহাসের সাক্ষীই হয়ে রইল। এবারের এই টুর্নামেন্টটাকে সে ইতিহাসটা উপহার দিলেন রিফাত বেগ। বিকেএসপির এই বাঁহাতি ওপেনার খেলেছেন ৩২০ রানের ঝলমলে এক ইনিংস। বাংলাদেশের অনূর্ধ্ব ১৮ পর্যায়ের ক্রিকেটে সর্বোচ্চ রানের ইনিংস এটি তো বটেই, দেশের বয়সভিত্তিক ক্রিকেটের এই পর্যায়েই ইতিহাসের সর্বপ্রথম ট্রিপল সেঞ্চুরিটা তিনি লিখিয়ে নিয়েছেন নিজের নামের পাশে।

রাজশাহীতে শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে তিন দিনের ম্যাচে ঢাকা মেট্রো প্রথম ইনিংসে ১৪৩ রান তুলেই গুটিয়ে যায়। এরপর শুরু হয় রিফাতের তাণ্ডব। 

রিফাত বেগ ইনিংসের গোড়াপত্তন করেছিলেন। ওপাশে একের পর এক সঙ্গীর আসা যাওয়া চলছিলই। তবে রিফাত ছিলেন ঠায় দাঁড়িয়ে। ৬৪০ মিনিট দাঁড়িয়ে তিনি একাই সামলেছেন ৪৮৩ বল। খেলেছেন ৩২০ রানের স্মরণীয় এক ইনিংস। 

রিফাতের এই লড়াই কতটা নিঃসঙ্গ ছিল, তার একটা আঁচ পাওয়া যায় স্কোরকার্ডে চোখ বোলালে। দ্বিতীয় সর্বোচ্চ রানের ইনিংসটা ছিল মোটে ৫৭ রানের, তাও তার ওপেনিং সঙ্গী ফাহিম মুনতাসিরের। ফলে এটা পরিষ্কার যে ওপেনিংয়ের পর থিতু কোনো সঙ্গীকেই পাননি তিনি। তবে নিজের লড়াইটা চালিয়ে গেছেন। দলকে এনে দিয়েছেন বিশাল লিড। এরপরও হয়তো থামতেন না, ওপাশে সঙ্গীর অভাব পড়ে গিয়েছিল বলে উঠতে হলো ৩২০ রানে অপরাজিত ঠেকে।

আদ্যন্ত ব্যাট করে একটা বিরল নজির স্থাপন করেছেন। তার ওপর ট্রিপল সেঞ্চুরি, সর্বোচ্চ রানের কীর্তি! তাতে ভর করেই মূলত ৫৪৯ রানের পাহাড় দাঁড় করায় বিকেএসপি। 

বিকেএসপির ৫৪৯ রানের ম্যারাথন ইনিংসের জবাব দিতে নেমে ঢাকা মেট্রো দ্বিতীয় ইনিংসে কোনো উইকেট না হারিয়ে ৭৮ রান তুলে।

সম্পর্কিত খবর