ম্যাক্সওয়েলের রেকর্ডে অস্ট্রেলিয়ার রেকর্ড

ম্যাক্সওয়েলের রেকর্ডে অস্ট্রেলিয়ার রেকর্ড

সময়টা দুর্দান্তই কাটছে গ্লেন ম্যাক্সওয়েলের। বিশ্বকাপে সে অবিস্মরণীয় ২০০ তো আছেই, এর আগে থেকেই তিনি রানের দেখা পেয়ে যাচ্ছেন নিয়মিত। নতুন বছরেও সে ফর্মটা তিনি টেনে আনলেন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি করেছেন সেঞ্চুরি, তাও আবার ৫০ বলে। 

তাতে একটা রেকর্ডও হয়ে গেছে তার। টি-টোয়েন্টিতে এখন সর্বোচ্চ সেঞ্চুরি তার, রোহিত শর্মার ৫ সেঞ্চুরির রেকর্ডে ভাগ বসালেন তিনি আজ। এই সেঞ্চুরিতে ভর করে অস্ট্রেলিয়া আজ উইন্ডিজের বিপক্ষে গড়েছে ২৪১ রানের পাহাড়। দলটিরও একটা রেকর্ড গড়া হয়ে গেছে। অস্ট্রেলিয়ার মাটিতে  কোনো টি-টোয়েন্টি ম্যাচে এটিই অজিদের সর্বোচ্চ রান।

বিশ্বকাপে দুই সেঞ্চুরি করে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পেয়েছেন এক সেঞ্চুরি। এরপর আজ আবারও পেলেন। সব মিলিয়ে সবশেষ নয়টি আন্তর্জাতিক ম্যাচে তার সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল ৪-এ। এবারের সেঞ্চুরিটা তাকে ইতিহাসের পাতাতেই জায়গা করে দিল। 

আজ তিনি যখন নেমেছেন, তার আগেই অবশ্য অস্ট্রেলিয়া উড়ন্ত শুরু পেয়ে গেছে। পাওয়ারপ্লেতেই পেয়ে গেছে ৫৮ রান। এর ঠিক পরের ওভারে তিনি আসেন ক্রিজে। ৫৫ বল ছিলেন ক্রিজে। হাঁকিয়েছেন ৮টি ছক্কা আর ১২টি চার। তাতেই তিনি সেঞ্চুরিটা পেয়ে যান ৫০তম বলে। পরের পাঁচ বলে আরও বিশ রান এসেছে তার ব্যাটে।

অস্ট্রেলিয়ার ইনিংস শেষ করে তিনি যখন মাঠ ছাড়ছেন, তখন তার নামের পাশে ১২০ রান যোগ হয়ে গেছে। আর অস্ট্রেলিয়া করে ফেলেছে ২৪১। নিজেদের দেশে সর্বোচ্চ রানের রেকর্ডটা ভেঙে যায় তাতে। আগের রেকর্ডটা ছিল ২০১৯ সালের। সেবার শ্রীলঙ্কার বিপক্ষে ২৩৩ রানের পাহাড় দাঁড় করিয়েছিল অজিরা। সে ম্যাচেও বড় অবদানই ছিল ম্যাক্সওয়েলের, সেদিন তিনি করেছিলেন ২৭ বলে ৬৩ রান।

সম্পর্কিত খবর