বাদ পড়ার আগে অনাকাঙ্খিত রেকর্ড ঢাকার
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) একটা সময় সবচেয়ে বেশি শিরোপাজয়ের রেকর্ডটা ছিল ঢাকা ফ্র্যাঞ্চাইজির অধীনে। তবে শেষ কয়েক আসর ধরে ঢাকার নাম নিয়ে যে দলই আসুক, তারা যেন আসে আরও একটা ফ্র্যাঞ্চাইজি হিসেবে যাদের লক্ষ্য থাকে ‘জয় পরাজয় নয়, অংশগ্রহণই বড়’ এমন কিছু! শেষ দুই বার যে ঢাকা নামের দলটা বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকেই!
তবে এবার দলটা ব্যতিক্রম কিছুরই আভাস দিচ্ছিল। ‘দুর্দান্ত’ ঢাকা নামে এসেছিল বিপিএলে। প্রথম ম্যাচটায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জিতে দারুণ একটা বার্তাও দিয়েছিল বাকি দলগুলোকে।
সেখানেই অবশ্য ‘দুর্দান্ত’ ঢাকার দুর্দান্ত হয়ে থাকার শেষ। এরপর থেকে ঢাকার ব্যাটার-বোলারদের দুই একজন পারফর্ম করেছে বটে, কিন্তু দল ঢাকার ভাগ্যে জুটেছে স্রেফ বঞ্চনাই।
গতকাল ফরচুন বরিশালের বিপক্ষে শুরুটা ভালো করেও সৌম্য সরকার আর মাহমুদউল্লাহ রিয়াদের ঝড়ে স্রেফ উড়ে গেছে দুর্দান্ত ঢাকা। তাতে বিপিএলের প্লে অফে খেলার সম্ভাবনাটাও মিলিয়ে গেছে হাওয়ায়, বেজে গেছে বিদায়ঘণ্টা।
তবে এই ম্যাচ হারের সঙ্গে সঙ্গে অনাকাঙ্ক্ষিত একটা রেকর্ডও গড়া হয়ে গেছে দলটার। বিপিএলের এক আসরে টানা সবচেয়ে বেশি হারের রেকর্ড এখন দুর্দান্ত ঢাকার ঝুলিতে। ২০১২ বিপিএলে টানা ৭ ম্যাচ হেরে এই রেকর্ডটা গড়েছিল সিলেট রয়্যালস। এবারের আসরে প্রথম ম্যাচের পর থেকে টানা আট ম্যাচে হেরেছে কোচ খালেদ মাহমুদ সুজনের দল। তাতেই দলটার কবজায় চলে গেছে রেকর্ডটা। বিপিএল থেকে বিদায় হওয়াটা নিশ্চিত করেছে একেবারে রেকর্ডটা গড়েই।