ব্রাজিলকে বিদায় করে প্যারিস অলিম্পিকে আর্জেন্টিনা
ড্র করলেও অলিম্পিকের আশা অনেকটাই নিশ্চিত রাখতে পারত ব্রাজিল। তবে প্যারিস অলিম্পিকে জায়গা করে নিতে হলে চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে এই ম্যাচ জেতা ছাড়া কোনো বিকল্প ছিল না আর্জেন্টিনার কাছে। দিনশেষে ভেনেজুয়েলার মাঠে জমজমাট লড়াইয়ের পর ১-০ গোলে জয় তুলে নিয়েছে আকাশী-সাদা জার্সিধারীরাই।
ম্যাচের প্রায় পুরো সময় জুড়ে দাপট দেখিয়েছে আর্জেন্টাইন তরুণরাই। শুরু থেকেই নিয়মিত আক্রমণ চালিয়ে ৬১ শতাংশ বলের দখল এবং গোলের উদ্দেশ্যে মোট ১৪টি শট নেয় তারা। ম্যাচের পরিসংখ্যান কিংবা মাঠের পারফরম্যান্স, সবখানেই এগিয়েই ছিল আর্জেন্টিনা।
অপরদিকে ব্রাজিলের প্রয়োজন ছিল ম্যাচটি শুধুমাত্র ড্র রাখা, তাতেই তারা পেতে পারত প্যারিসের টিকেট। কিন্তু নিজেদের ব্যর্থতায় আসন্ন অলিম্পিক আসর হাতছাড়া হয়ে গেল সেলেসাওদের। দুটি সহজ সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। কিন্তু ৭৮তম মিনিটে আর্জেন্টিনার হয়ে লুসিয়ানো গুন্দো ঠিকই সুযোগ কাজে লাগিয়ে বল জালে জড়ান। এতেই জয়ের বন্দরে পৌঁছে যায় আর্জেন্টিনা।
এই জয়ে তিন ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে প্যারিস অলিম্পিকের টিকিট হাতে পেয়েছে আর্জেন্টিনা। তাদের সঙ্গী হচ্ছে প্যারাগুয়ে।