মদকাণ্ডের কথা ‘স্বীকার’ করলেন ম্যাক্সওয়েল

মদকাণ্ডের কথা ‘স্বীকার’ করলেন ম্যাক্সওয়েল

অস্ট্রেলিয়ার ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক গ্লেন ম্যাক্সওয়েল। বিশ্বকাপ জেতার পর থেকেই দারুণ আনন্দে ছিলেন এই ক্রিকেটার। বন্ধুদের সঙ্গে আনন্দ-উৎসব করেই সময় কাটছিল তার। এর মধ্যেই অ্যাডিলেডে সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার ব্রেট লি’র ব্যান্ডের কনসার্টে গিয়ে মদ্যপান করে আলোচনা-সমালোচনার জন্ম দেন এই অলরাউন্ডার।

সেদিন এতটাই বেশি মদ্যপান করেছিলেন ম্যাক্সওয়েল যে তাকে হাসপাতালে পর্যন্ত নিতে হয়েছিল। সে ঘটনা পেছনে ফেলে ম্যাক্সওয়েল আবার মাঠে ফিরেছেন। যে কাজটা করতে ভালোবাসে, সে রানের বন্যা ছুটিয়ে নাম তুলেছেন রেকর্ড বইয়ে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টিতে সেঞ্চুরি ভাগ বসিয়েছেন রোহিত শর্মার টি-টোয়েন্টি সেঞ্চুরির রেকর্ডে।

মদকাণ্ডের বিষয়ে এতদিন মুখে কুলুপ এঁটেছিলেন ম্যাক্সওয়েল। তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরিতে যেন বিষয়টি নিয়ে আত্মপক্ষ সমর্থনের অভয় খুঁজে নিলেন এই অলরাউন্ডার, ‘আমার মনে হয় আমার চেয়েও আমার পরিবারের ওপর বেশি প্রভাব ফেলেছে এ ঘটনা। আমি জানতাম আমার সে সপ্তাহে ছুটি আছে। অবশ্যই ওই ঘটনা আদর্শিক ছিল না, তার ওপর যে সময়ে ঘটেছে।’

সে ঘটনার পর কোচ অস্ট্রেলিয়ার অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, অধিনায়ক প্যাট কামিন্সসহ অনেকেই ম্যাক্সওয়েলকে আরেকটু সচেতন হয়ে জীবনযাপনের পরামর্শ দেন। ম্যাক্সওয়েলও টিম ম্যানেজমেন্টের প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি, ‘কোচ, বেইলস (প্রধান নির্বাচক জর্জ বেইলি), সত্যি বলতে আমার সঙ্গে সবাই অসাধারণ ছিল।’

সম্পর্কিত খবর