বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তামিম

বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ তামিম

২১ ক্রিকেটারের সঙ্গে আগামী এক বছরের জন্য কেন্দ্রীয় চুক্তি করেছে বিসিবি। তিনটি ফরম্যাটের জন্য আলাদা আলাদাভাবে চুক্তিবদ্ধ হয়েছে ক্রিকেটাররা। অর্থাৎ চুক্তি অনুযায়ী, চোট ব্যতীত এই সময়ে বাংলাদেশ জাতীয় দলের হয়ে মাঠে নামতে বাধ্য থাকবেন তারা। তবে সম্প্রতি সবচেয়ে আলোচিত তামিম ইকবালকে কোনো ফরম্যাটের চুক্তিতেই রাখেনি বিসিবি।

অবশ্য আগের বার কেন্দ্রীয় চুক্তিতে থাকলেও এবার বাদ পড়েছেন তামিম ইকবাল, আফিফ হোসেন ধ্রুব, ইবাদত হোসেন ও মোসাদ্দেক হোসেনরা। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকলেও কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়নি মাহমুদউল্লাহ রিয়াদের। তবে তিনি আছেন ওয়ানডেতে।

এছাড়াও কেন্দ্রীয় চুক্তিতে নতুন মুখ হিসেবে জায়গা হয়েছে তাওহীদ হৃদয়ের। চুক্তিতে ফেরানো হয়েছে নাঈম হাসান ও মাহমুদুল হাসান জয়কে। একই দিনে অধিনায়কত্ব হারালেও তিন ফরম্যাটের চুক্তিতেই থাকছেন সাকিব আল হাসান। তার মতোই তিন ফরম্যাটের চুক্তিতে জায়গা হয়েছে মোট পাঁচ ক্রিকেটারের।

বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা হয়েছে যাদের

তিন সংস্করণ: সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, নাজমুল হোসেন শান্ত ও শরীফুল ইসলাম।

টেস্ট ও ওয়ানডে: মুশফিকুর রহিম।

টেস্ট: মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাঈম হাসান, জাকির হাসান, মাহমুদুল হাসান জয় ও খালেদ আহমেদ।

ওয়ানডে ও টি-টোয়েন্টি: তাসকিন আহমেদ, তাওহীদ হৃদয়, মোস্তাফিজুর রহমান ও হাসান মাহমুদ।

ওয়ানডে: মাহমুদউল্লাহ রিয়াদ ও তানজিম হাসান সাকিব।

টি-টোয়েন্টি: নাসুম আহমেদ, শেখ মেহেদী ও কাজী নুরুল হাসান সোহান।

বাদ পড়েছেন: তামিম ইকবাল (ওয়ানডে ও টেস্ট), ইবাদত হোসেন (টেস্ট), আফিফ হোসেন (ওয়ানডে ও টি-টোয়েন্টি) ও মোসাদ্দেক হোসেন (টি-টোয়েন্টি)।

 

সম্পর্কিত খবর