বিপিএলে যোগ দিলেন মঈন আলি

বিপিএলে যোগ দিলেন মঈন আলি

বিপিএলের চলতি আসরে ক্রিকেটারদের দলবদল যেন শেষই হচ্ছে না। প্রায় প্রতিনিয়তই কোনো না কোনো দল থেকে কেউ চলে যাচ্ছেন বা নতুন কেউ যোগ দিচ্ছেন। এবার সে তালিকায় যোগ হলো ইংলিশ স্পিনার মঈন আলি। এছাড়াও এই তালিকার উল্লেখযোগ্য আরেকটি নাম হলো দক্ষিণ আফ্রিকার ডোয়াইন প্রিটোরিয়াস।

পাকিস্তানি ক্রিকেটাররা তাদের দেশীয় লিগ খেলার জন্য বিপিএলের আসর থেকে বিদায় নেওয়ার পরই মূলত বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজিগুলো অন্য বিদেশী তারকা ক্রিকেটারদের দলে টানা শুরু করেছে। এবার সেখানে দেখা গেল আরও দুই বড় নাম।

সোমবার রাতে টিম হোটেলে এসে যুক্ত হয়েছেন মঈন আলি। গত আসরেও কুমিল্লার হয়েই খেলেছিলেন তিনি এবং তাদের শিরোপা জয়ে রেখেছিলেন বড় ভূমিকা। এবারও তেমন কিছুই করে দেখাতে চান তিনি।

একই রাতে বাংলাদেশে এসে পৌঁছেছেন প্রিটোরিয়াস। রংপুর রাইডার্স তাকে দলে ভিড়াবে এমন গুঞ্জন আগে থেকেই ছিল। এবার তাকে আনুষ্ঠানিক ভাবেই নিজের দলে টানলেন সাকিব আল হাসান। দলের একাদশে তার নামটি থাকবে এমনটাই আশা করছেন সমর্থকরা।

সম্পর্কিত খবর