বশিরের পর এবার রেহানকে ভিসা জটিলতায় ফেলল ভারত

বশিরের পর এবার রেহানকে ভিসা জটিলতায় ফেলল ভারত

ইংল্যান্ডের স্পিনার শোয়েব বশিরের ভিসা জটিলতার কাহিনীর ১০ দিন পর এবার তার স্বদেশী রেহান আহমেদ একই সমস্যা নিয়ে লড়াই করছেন। দ্বিতীয় এবং তৃতীয় টেস্টের মধ্যে ১০ দিনের বিরতির সময় তিনি এবং ইংল্যান্ড দলের বাকি সদস্যরা আবুধাবিতে যাওয়ার পরে এই স্পিনারকে ভারতের রাজকোটের হিরাসার বিমানবন্দরে আটকানো হয়। কারণ সে নাকি দেশে প্রবেশের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সাথে রাখেনি।

স্পোর্টস্টারের একটি প্রতিবেদনে বলা হয়েছে, রেহানকে বিমানবন্দরে থামানো হয়েছিল কারণ তার কাছে কেবলমাত্র একক প্রবেশ ভিসা ছিল। হাতে থাকা অ্যাসাইনমেন্ট এবং পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে, স্থানীয় কর্তৃপক্ষ একটি স্বল্পমেয়াদী সমাধানের চেষ্টা করে এবং তাকে ২ দিনের ভিসা দেয়। তবে, ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট আগামী দুই দিনের মধ্যে বিষয়টি পুরোপুরি সমাধান করার পরামর্শ দিয়েছে।

নিয়ম অনুযায়ী, একক-প্রবেশের ভিসাধারী একজন ব্যক্তিকে দেশ থেকে প্রস্থান করার পর পুনরায় প্রবেশের অনুমতি দেওয়া হয় না। ইংল্যান্ড দল অবশ্য আশাবাদী যে আগামী ২৪ ঘন্টার মধ্যে সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান হয়ে যাবে। রেহান ব্যতীত, ইংল্যান্ড দলের অন্যান্য ভ্রমণকারী স্কোয়াড সদস্যরা এবং সহায়ক স্টাফরা কোনও সমস্যার মুখোমুখি হননি এবং সোমবার সন্ধ্যার মধ্যে রাজকোটে তাদের হোটেলে পৌঁছেছিলেন।

হিন্দুস্তান টাইমসের এক বিসিসিআই কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, ‘ইংল্যান্ড দলকে আবার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে যা আগামী দুই দিনের মধ্যে ঘটবে। রেহানকে দলের বাকিদের সাথে দেশে প্রবেশের অনুমতি দেওয়া হয়েচেহ এবং তিনি মঙ্গলবার অনুশীলনে উপস্থিত হবেন।‘

ভ্রমণকারী ইংল্যান্ড দলটিতে মোট ৩১ জন সদস্য ছিল যারা ভারতে প্রবেশ করেছে। তাদের মাঝে শুধুমাত্র রেহান ভিসা সমস্যার মুখোমুখি হয়েছে। ইংল্যান্ড রেহানের ভিসা সমস্যাটি সম্পূর্ণভাবে সমাধান করতে গুরুত্ব দিচ্ছে কারণ সিরিজে আরও তিনটি টেস্ট বাকি রয়েছে। ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে পরের টেস্ট।

সম্পর্কিত খবর