লিপুর নিয়োগে অবাক সুজন বললেন, আমি কিছুই জানলাম না!

লিপুর নিয়োগে অবাক সুজন বললেন, আমি কিছুই জানলাম না!

প্রধান নির্বাচক পদে গাজী আশরাফ হোসেন লিপুকে নিয়োগ দিয়েছে বিসিবি। এই পদে যোগদান করে প্রধান নির্বাচক লিপু মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সংবাদ সম্মেলনও করে ফেলেছেন। আর তার নিয়োগের পর বিসিবির আরেক পরিচালক খালেদ মাহমুদ সুজন বলছেন-‘ আমি জানি না কিছু। আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আমি জানিই না। ক্রিকেট অপারেশন্স সিলেক্টর নিচ্ছে, কে হচ্ছে। খুবই অবাক করার মতো। আমার এই পজিশনে থাকার প্রয়োজন কি সেটাও জানি না আসলে।’

এক সঙ্গে নিজের রাগ- ক্ষোভ দুঃখ-কষ্ট সবকিছুই জানিয়ে দিলেন বিসিবির এই পরিচালক।

সোমবার (১২ ফেব্রুয়ারি) বিসিবির বোর্ড সভায় পরিচালক খালেদ মাহমুদ সুজন উপস্থিত ছিলেন না। কেন তিনি এই বোর্ড সভায় অংশ নেননি, সেটা রহস্যময়। তার দ দুর্দান্ত ঢাকা বিপিএলে খেলতে এখন চট্টগ্রামে রয়েছে। সুজন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রামে পৌছান। স্পোর্টস বাংলাকে একটি সুত্র জানাচ্ছে খালেদ মাহমুদ সুজন সোমবার বোর্ড সভার দিন ঢাকায় ছিলেন। কিন্তু তারপরও তিনি ছয়মাস পরে অনুষ্ঠিত এই বোর্ড সভায় অংশ নেননি।

প্রধান নির্বাচক হিসেবে লিপুর নিয়োগের কিছুই তার জানা ছিল না এবং এমন ঘটনায় তিনি ভীষণ অবাক হয়েছেন- নিজের এই রাগী মন্তব্য গোপন রাখার কোনো চেষ্টা করেননি সুজন। তবে সাবেক ক্রিকেটার ও অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুর ক্রিকেট মেধা এবং যোগ্যতার প্রশ্নে সুজন জানান, লিপু ভাইয়ের অনেক ক্রিকেট মেধা। আমাদের অনেক সিনিয়র। বাংলাদেশের ক্রিকেটকে অনেকদিন ধরে দেখছেন। জাতীয় দলের অধিনায়ক ছিলেন, আবাহনীর অধিনায়ক ছিলেন। উনাকে নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। উনি আসাতে ভালো হতে পারে। নির্বাচক হতে পারেন বা এমন কিছু আমি আগে শুনিনি। খুবই চমকপ্রদ সিদ্ধান্ত এসেছে বিসিবি থেকে।’

এই প্রসঙ্গে বিস্তারিত ব্যাখায় চট্টগ্রামে সাংবাদিকদের বলেন, ‘ক্রিকেট যিনি খেলেছেন তার ক্রিকেটজ্ঞান নিয়ে প্রশ্ন তোলা তো অস্বাভাবিক। অধিনায়কত্ব করেছেন, এত বছর ধরে ক্রিকেটের সাথে ওতপ্রোতভাবে জড়িত। মাঝখানে বড় গ্যাপ আছে। টিভিতে আমরা সবাই কথা বলতেই পারি। তবে ঘরোয়া ক্রিকেটে কী হচ্ছে, প্রিমিয়ার লিগ বা বয়সভিত্তিক ক্রিকেটৃ তবে আমার মনে হয় না এটা উনার জন্য খুব একটা কঠিন হবে। মানিয়ে নিতে বেশি সময় লাগবে না। উনার ক্রিকেট মেধা, বিচক্ষণতা নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না, দ্বিমত থাকতে পারে না। তবে আমার জন্য খুবই সারপ্রাইজিং ছিল। আমি নামটা শুনিনি। বাতাসে অনেক নামই ভাসছিল, গুঞ্জন ছিল। আমার জন্য অবাক করা কারণ আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান অথচ আমি জানিই না। এটা আমার খুব অবাক লাগল। লিপু ভাই যথেষ্ট বুদ্ধিমান মানুষ। আমরা যখন উনার সাথে খেলেছি, তরুণদের সেভাবেই সাপোর্ট করেছেন। রাজ্জাক-হান্নানের সাথে সেভাবেই গুছিয়ে নেবেন, তারাও শিখতে পারবে।’

সম্পর্কিত খবর