জয়ে অস্ট্রেলিয়া সফরের ইতি টানল ওয়েস্ট ইন্ডিজ
আগের দুই ম্যাচের দুটোতেই দুইশ পেরলেও ম্যাচ জেতা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। তাই সিরিজের শেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে ২২১ রানের টার্গেট দিয়েও স্বস্তিতে থাকার কোনো কারণ ছিল না সফরকারীদের। তবে অস্ট্রেলিয়া সফরের শেষ বেলায় এসে হারের তিক্ত স্বাদ সঙ্গী করতে হয়নি ক্যারিবিয়দের। রোস্টন চেজের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৫ উইকেটে ১৮৩ রানের বেশি করতে পারেনি অজিরা। তাতে ৩৭ রানের জয়ে হোয়াইটওয়াশ এড়িয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
পার্থে এদিন শুরুতেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও পড়ে ঘুরে দাঁড়ায় ওয়েস্ট ইন্ডিজ। ৭৯ রানে পাঁচ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে টেনে তুলেন শেরফেন রাদারফোর্ড ও আন্দ্রে রাসেল। দু’জনে রীতিমতো তাণ্ডব চালিয়েছেন অজি বোলারদের ওপর। রাসেল ২৯ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৭১ রান করে ফিরলেও অপরাজিত ছিলেন রাদারফোর্ড। ৪০ বলে ৫ ছক্কা ও ৫ চারে ৬৭ রান এসেছে এই ব্যাটারের কাছ থেকে।
জবাব দিতে নেমে শুরু থেকেই আগ্রাসী ক্রিকেটে খেলেছে অস্ট্রেলিয়া। দলীয় ৬৮ রানে প্রথম উইকেট হারায় দলটি। এরপরও মাঝে পথ হারাতে হয়েছে তাদের। ডেভিড ওয়ার্নার ৪৯ বলে ৮১ রান করলেও মাঝে বল নষ্ট করেন গ্লেন ম্যাক্সওয়েল ও অ্যারন হারডাইরা। ফলে বলের সঙ্গে রানের ব্যবধানটা বেড়ে যায় অনেক।
পরে শেষ দিকে টিম ডেভিড চেষ্টা চালালেও সেই ব্যবধান ঘুচিয়ে ম্যাচ নিজেদের দিকে হেলাতে পারেনি অজিরা। ১৯ বলে ডেভিডের অপরাজিত ৪১ রানের ইনিংসটি কেবলই হারের ব্যবধান কমিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের মধ্যে ৪ ওভার হাত ঘুরিয়ে ১৯ রান খরচায় ২টি উইকেট নিয়েছেন রোস্টন চেজ। যা পুরো ম্যাচের মুমেন্টাম বদলে দিয়েছে।
অবশ্য এরপরও আক্ষেপ নিয়েই দেশে ফিরতে হবে ওয়েস্ট ইন্ডিজকে। কেননা, ওয়ানডেতে ৩-০ তে হারের পরও টি-টোয়েন্টি সিরিজটা যে ২-১ ব্যবধানে হারতে হয়েছে তাদের। অবশ্য এর আগে টেস্টে ঠিকই সিরিজে ভাগ বসিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। শামার জোসেপ নৈপুণ্যে ১-১ শেষ হয়েছিল টেস্ট সিরিজ।
সংক্ষিপ্ত স্কোরকার্ড:
ওয়েস্ট ইন্ডিজ: ২২০/৬; (চেজ ৩৭, রাদারফোর্ড ৬৭*, রাসেল ৭১; ব্রাটলেট ২/৩৭)
অস্ট্রেলিয়া: ১৮৩/৫; (ওয়ার্নার ৮১, ডেভিড ৪১; শেফার্ড ২/৩১, চেজ ২/১৯)
ফল: ওয়েস্ট ইন্ডিজ ৩৭ রানে জয়ী।