কোয়ার্টারের পথটা সহজ করে রাখল সিটি-রিয়াল

কোয়ার্টারের পথটা সহজ করে রাখল সিটি-রিয়াল

রাতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটি। দু’দলই প্রতিপক্ষের মাঠে জয় পাওয়ায় এগিয়ে গেছে কোয়ার্টার ফাইনালে যাওয়ার পথে। তবে রিয়ালের চেয়ে কাজটা বেশ সহজই করে রেখেছে সিটিজেনরা। এফসি কোপেনহেগেনের বিপক্ষে জয় তুলেছে ৩-১ ব্যবধানে। অন্যদিকে লাইপজিগের মাঠে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল। যা নিয়েও রয়েছে বিতর্ক।

নিজেদের মাটিতে দ্বিতীয়ার্ধে মাঠে নেমেই ৪৮ মিনিটে একটি গোল হজম করে লাইপজিগ। শেষ পর্যন্ত সেই গোলটিই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। তবে তারও বহু আগে, ম্যাচ শুরুর ২ মিনিটের মাথায় রিয়ালের জালে বল জড়ায় লাইপজিগ ফরোয়ার্ড বেঞ্জামিন সেসকো।

তবে শেষ পর্যন্ত তার গোলটি অফসাইডের কারণে বাতিল করে দেয় রেফারি। যদিও পরে স্পষ্ট দেখা গেছে অনসাইডেই ছিলেন সেসকো। যা নিয়ে ম্যাচ শেষে রেফারির প্রতি ক্ষোভ ঝেড়েছেন দলটির কোচ মার্কো রোজ, ‘গোলটিকে অবশ্যই অনুমোদন দেওয়া উচিত ছিল। আমরা প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকলে ম্যাচের অন্য ফলও আসতে পারত।’ আগামী ৬ মার্চ সান্তিয়াগো বার্নাব্যুতে শেষ ষোলো ফিরতি লেগে ফের মুখোমুখি হবে দু’দল।

রিয়ালের জয়ে বিতর্ক থাকলেও অনেকটা হেসেখেলেই জয় তুলেছে সিটি। ম্যাচের ১০ মিনিটে ফিল ফোডেনের বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে নেন ডি ব্রুইনা। এরপর ৩৪ মিনিটে কোপেনহেগেনকে সমতায় ফিরলেও বিরতিতে যাওয়ার আগেই ফের লিড নেয় পেপ গার্দিওলার শিষ্যরা। বার্নান্ডো সিলভার গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিটি।

ম্যাচের একেবারে শেষ মুহূর্তে এসে কোপেনহেগেনের জালে আরও একবার বল পাঠায় সিটি। এবার ফোডেনকে দিয়ে গোল করান ডি ব্রুইনা। আর তাতেই নিশ্চিত হয় ৩-১ গোলের বড় জয়।

সম্পর্কিত খবর