পিতৃত্বকালীন ছুটিতে উইলিয়ামসন, দলে ফিরেছেন বোল্ট

পিতৃত্বকালীন ছুটিতে উইলিয়ামসন, দলে ফিরেছেন বোল্ট

চলতি মাসেই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের মাটিতে ৩টি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে নিউজিল্যান্ড। যা সামনে রেখে এরইমধ্যে দল ঘোষণা করেছে স্বাগতিকরা। যেখানে মিচেল স্যান্টনারের দলে ফেরানো হয়েছে তারকা পেসার ট্রেন্ট বোল্টকে।

ওয়ানডে বিশ্বকাপের পর এখন পর্যন্ত দেশের হয়ে মাঠে না নামলেও জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অজিদের বিপক্ষে সিরিজে দলে ফেরানো হয়েছে তাকে। তবে বোল্ট ফিরলেও ছুটি পেয়েছেন কেন উইলিয়ামসন। পিতৃত্বকালীন ছুটিতে থাকায় এই সিরিজে দেখা যাবে না তাকে।

বোল্টকে অবশ্য প্রথম ম্যাচেই পাচ্ছে না কিউইরা। সিরিজের শেষ দুটি ম্যাচ খেলবেন তিনি। তাছাড়া এই সিরিজেও ফেরা হচ্ছে না অলরাউন্ডার ড্যারিল মিচেলের। দীর্ঘদিন ধরেই চোটে ভুগছেন তিনি। তবে টি-টোয়েন্টি সিরিজে না ফিরলেও অজিদের বিপক্ষে টেস্টে ফেরানো সম্ভাবনা রয়েছে মিচেলের।

মিচেল না থাকায় জশ ক্লার্কসন প্রথমবারের মতো কিউইদের টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন। বিগ হিটিং দক্ষতার কারণে এই সিরিজে অভিষেক হতে পারে তার। ২০২০ সাল থেকে, নিউজিল্যান্ডের প্রিমিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট সুপার স্ম্যাশে ক্লার্কসনের স্ট্রাইক রেট ছিল ১৬০.০৭, যা এই সময়ের মধ্যে ৩০টির বেশি ইনিংস খেলা এমন ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ।

আগামী ২১ ফেব্রুয়ারি ওয়েলিংটনে মাঠে গড়াবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটি। সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ম্যাচ হবে ২৩ ও ২৫ ফেব্রুয়ারি অকল্যান্ডের ইডেন পার্কে। এরপর ২৯ ফেব্রুয়ারি ও ৮ মার্চ দুটি টেস্ট খেলবে দু’দল।

নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, ট্রেন্ট বোল্ট (দ্বিতীয় ও তৃতীয় টি-টোয়েন্টি), মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, ডেভন কনওয়ে (উইকেটরক্ষক), লকি ফার্গুসন, অ্যাডাম মিলনে, ম্যাট হেনরি, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, টিম সেফার্ট (উইকেটরক্ষক), ইশ সোধি, টিম সাউদি (শুধুমাত্র প্রথম টি-টোয়েন্টি)

সম্পর্কিত খবর