ডেন পিট নৈপুণ্যে অল্প পুঁজিতেও প্রোটিয়াদের লিড
দক্ষিণ আফ্রিকাকে ২৪২ রানে থামিয়ে দ্বিতীয় দিনের সকালটা নিজেদের করে নিয়েছিল নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টের বাকি দিনটাও হতে পারত স্বাগতিকদেরই। তবে এদিন সেটা হতে দেননি ডেন পিট। কিউইদের পাঁচ ব্যাটারকে একাই সাজঘরের পথ ধরিয়েছেন এই প্রোটিয়া স্পিনার। তাতে মাত্র ২১১ রানেই প্রথম ইনিংস শেষ হয়ে গিয়েছে টিম সাউদির দলের। সিরিজ বাঁচানোর টেস্টে প্রোটিয়ারা লিড পেয়েছে ৩১ রানের।
দ্বিতীয় দিনের শুরুতে আগের দিন ৬ উইকেটে ২২০ রান করা প্রোটিয়ারা ব্যাট করতে নামলেও সকালটা মোটেও ভালো যায়নি তাদের। আগের দিনের সঙ্গে মাত্র ২২ রান যোগ করে ২৪২ রানেই শেষ হয় সফরকারীদের প্রথম ইনিংস।
স্বস্তি নিয়েই লাঞ্চ করতে গিয়েছিল কিউইরা। তবে মাঠে নামার পর সেই স্বস্তি অস্বস্তিতে রূপ নিতে সময় নেয়নি বেশি। শুরুতেই গলত লাগে ডেভন কনওয়ে শূন্য রানে সাজঘরের পথ ধরলে। এরপর অবশ্য কেন উইলিয়ামসনকে নিয়ে দলকে টানছিলেন টম ল্যাথাম। তবে শেষ পর্যন্ত তাকেও থামতে হয়েছে ৪০ রানে। এরপর ফিরে যান উইলিয়ামসনও। ৪৩ রান আসে তার ব্যাট থেকে। শেষ পর্যন্ত বাকিরা তেমন সুবিধা করতে না পারলে তার রানটিই হয়ে উঠে দলীয় সর্বোচ্চ।
এরপর কিউই ব্যাটারদের একরকম চেপেই ধরেন ডেন পিট। সবুজ ঘাসের উইকেট ঝড় তুলেন স্পিনে। তাতেই হুমমুড়িয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে কিউইদের লোয়ার অর্ডার। শেষ ৫০ রানে নেই শেষ পাঁচ উইকেট। কিউইরা গুঁটিয়ে যায় মাত্র ৭৭.৩ ওভারে ২১১ রানে। তাতে অল্প পুঁজি নিয়েও ৩১ রানের লিড পায় সফরকারীরা। যা এই টেস্টে দারুণ কিছুর স্বপ্ন দেখাচ্ছে দলটিকে।
সংক্ষিপ্ত স্কোরকার্ড: (দ্বিতীয় দিন শেষে)
দক্ষিণ আফ্রিকা: ২৪২ (৯৭.২ ওভার); (সুয়াত ৬৪, বেডিংহ্যাম ৩৯; ও’রুর্ক ৪/৫৯, রাচিন ৩/৩৩)
নিউজিল্যান্ড: ২১১ (৭৭.৩ ওভার); (উইলিয়ামসন ৪৩, ল্যাথাম ৪০; পিট ৫/৮৯, পিটারসন ৩/৩৯)