স্টোকসের শততম টেস্টে ফিরলেন উড
ভারত-ইংল্যান্ড; পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে এখন ১-১ সমতা। তৃতীয় ম্যাচে আগামীকাল রাজকোটে ফের মুখোমুখি হবে দল দুটি। তার একদিন আগেই সেই ম্যাচের একাদশ ঘোষণা করেছে বেন স্টোকসের দল। যেই দলে ফেরানো হয়েছে পেসার মার্ক উডকে।
প্রথম টেস্ট খেলে দ্বিতীয় টেস্টে বাদ পড়লেও তৃতীয় টেস্টে ফের একাদশে ফেরানো হয়েছে তাকে। তবে জেমস অ্যান্ডারসন থাকছেন এই ম্যাচেও। অর্থাৎ একাদশে একজন পেসার বাড়িয়েছে ইংল্যান্ড। ফলে বাদ পড়েছেন শোয়েব বশির।
বশির বাদ পড়লেও ভিসা জটিলতা কাটিয়ে রাজকোটে বল হাতে দেখা যাবে রেহান আহমেদকে। টম হার্টলির সঙ্গে স্পিনে জুটি গড়বেন তিনি। এছাড়াও তৃতীয় স্পিনার হিসেবে হাত ঘুরাতে দেখা যাবে জো রুটকে।
এই টেস্টে ক্যারিয়ারের শততম টেস্ট খেলার মাইলফলক স্পর্শ করবেন বেন স্টোকস। আর সেই টেস্টই নিশ্চয় রাঙিয়ে রাখার চেষ্টা করবেন তিনি। কেননা, ভারতের মাটিতে ২০১২ সালের পর কখনোই টেস্ট সিরিজ জেতা হয়নি ইংলিশদের। আর তাই রাজকোট টেস্ট জিতলে সিরিজ জয়ের পথে অনেকটাই এগিয়ে যাবে ইংলিশরা।
তৃতীয় টেস্টে ইংল্যান্ড একাদশ: জ্যাক ক্রাওলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস (উইকেটরক্ষক), রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড, জেমস অ্যান্ডারসন।