৫ বছর পর রাজত্ব হারালেন সাকিব 

৫ বছর পর রাজত্ব হারালেন সাকিব 

বিপিএলের শুরুতে ব্যাটে-বলে ছন্দ ফিরে পেতে ভুগছিলেন সাকিব আল হাসান। তবে দলের সবশেষ তিন ম্যাচে ব্যাটে-বলে দারুণভাবে ফিরেছেন সাকিব। আগের পাঁচ ম্যাচে যেখানে তিনটিতে ব্যাট করে স্রেফ ৫ রান করেছিলেন, সেখানে পরের তিন ম্যাচে করলেন ১৩০। যার মধ্যে সবশেষ ম্যাচে খেলেন ৩১ বলে ৬৯ রানের তাণ্ডবীয় ইনিংস। 

ব্যাটে-বলে যখন সুভাস পাচ্ছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার, তখন বইলো উল্টো মেরুর হাওয়া। হারালেন প্রায় ৫ বছরের রাজত্ব। দিনের হিসেবে ২০১৯ সালের ৭ মে আফগান তারকা রশিদ খানের কাছ থেকে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষস্থান পুনরুদ্ধারের পর ১৭৩৯ দিন সেই জায়গা দখল করে রেখেছিলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। একদিনের ক্রিকেটে অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে এত লম্বা সময় ধরে এই আগে কেউই শীর্ষে ছিলেন না। 

এক আফগান ক্রিকেটার থেকে নিয়ে আরেক আফগান ক্রিকেটারের কাছেই শীর্ষস্থান হারালেন সাকিব। তাকে সরিয়ে এখন ‘নম্বর ওয়ান’ মোহাম্মদ নবী। 

চলমান শ্রীলঙ্কা সিরিজের প্রথম ম্যাচে বল হাতে ১ উইকেটের পর ব্যাটিংয়ে ১৩৬ রানের নান্দনিক ইনিংসের পর শীর্ষে পৌঁছান নবী। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩১৪। দ্বিতীয় থাকা সাকিবের পয়েন্ট ৩১০ এবং ২৮৮ পয়েন্ট নিয়ে তিনে জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার সিকান্দার রাজা। 

বিশ্বকাপের পর থেকে সাদা বলের এই ফরম্যাটে মাঠের বাইরে সাকিব। খেলবেন না আসন্ন শ্রীলঙ্কা সফরেও। এতে পয়েন্ট ব্যবধান আরও খানিকটা বাড়তে পাড়ে সাকিব ও নবীর মধ্যে। 

এদিকে শীর্ষে ওঠা নবী গড়েছেন অনন্য এক রেকর্ড। সবচেয়ে বেশি বয়সে ওয়ানডে অলরাউন্ডারের শীর্ষে ওঠা রেকর্ড এখন নবীর দখলে। ৩৯ বছর ১ মাস বয়সে এই কীর্তি গড়লেন এই আফগান তারকা। আগে রেকর্ডটি ছিল শ্রীলঙ্কার তিলকরত্নে দিলশানের। ২০১৫ সালের জুনে ৩৮ বছর ৮ মাস বয়সে শীর্ষে উঠেছিলেন তিনি। 

সম্পর্কিত খবর