উইলিয়ামসনই টস করবেন চেন্নাইয়ে
আগের রাতেই অনুশীলনেই স্পষ্ট হয় মাঠে ফেরার জন্য প্রস্তুত কেন উইলিয়ামসন। বৃহস্পতিবার দুপুরে ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে এসে সেই তথ্য নিশ্চিত করলেন নিউজিল্যান্ড অধিনায়ক। ১৩ অক্টোবর চেন্নাইয়ে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে টস করতে নামছেন তিনি।
ইনজুরির জন্য বিশ্বকাপের শুরুর দুই ম্যাচ মিস করেছিলেন উইলিয়ামসন। ইনজুরি নিয়েই বিশ্বকাপে এসেছিলেন। টানা রিহ্যাব ও জোরদার চেষ্টায় ফিটনেস ফিরে পেয়েছেন।
চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামের উইকেট সাধারণ স্পিন বান্ধব হয়ে থাকে। এই মাঠে বিশ্বকাপের শেষ ম্যাচেই তার বড় প্রমাণ মিলেছে। শুক্রবারের ম্যাচেও স্পিনাররাই তাহলে দাপট ছড়াবেন? এমন সম্ভাবনার উত্তরে উইলিয়ামসন বলছিলেন- ‘আমি এখনো উইকেট দেখিনি। উইকেট দেখে তারপর আমরা বাকি সিদ্ধান্ত নেবো। তবে বাংলাদেশ দলে বেশ কয়েকজন ভালো স্পিনার রয়েছেন। ম্যাচ উইনার আছে। আমরা সেই চ্যালেঞ্জটা নিয়েই মাঠে নামবো।’
ওয়ানডে বিশ্বকাপের টানা দুটো ফাইনালে খেলেছেন কেন উইলিয়ামসন। কিন্তু কোনবারই নিউজিল্যান্ড ট্রফি জিততে পারেনি। এর মধ্যে ২০১৯ বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দলকে ফাইনালে তুলে এনেছিলেন। এই বিশ্বকাপেও তিনিই নিউজিল্যান্ডের অধিনায়ক।