কেন দলে নেই সাকিব, জানাল বিসিবি
শ্রীলঙ্কা দল বাংলাদেশে আসবে আগামী ১ মার্চ। তার প্রায় দুই সপ্তাহ আগেই গতকাল দল ঘোষণা করে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চমক না হলেও স্কোয়াডের বড় খবরটা হচ্ছে সাকিব আল হাসানের না থাকা। কেন তিনি নেই, সে বিষয়ে জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ। জানিয়েছেন, মূলত ‘ইনজুরি’ থেকে সেরে উঠতেই এই সিরিজে খেলছেন না সাকিব।
সাকিব গেল বিশ্বকাপ থেকে ভুগছেন চোখের সমস্যায়। এবারের বিপিএলেও তা তাড়া করে বেড়াচ্ছে তাকে। তা থেকে সেরে উঠতেই এবার শ্রীলঙ্কা সিরিজে নেই সাকিব। আব্দুর রাজ্জাক আজ সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, ‘সাকিবের ব্যাপারটা হচ্ছে অবশ্যই ওর ইনজুরি। মূলত ইনজুরির কারণে ও সময় নিচ্ছে, ভালো চিকিৎসা করাবে সম্ভবত। এই কারণেই মূলত সাকিব নেই।’
সাকিব ছুটি চেয়েছিলেন বলে গুঞ্জন আছে। নির্বাচক রাজের কথাতেও মিলল এর ইঙ্গিত। মেডিকেল টিমের সায় মিলতেই সে ছুটিটা পেয়েছেন সাকিব, ‘পরিস্থিতিই এমন তৈরি হয়েছে কারণ ওর এরকম সমস্যা চলছে। মেডিকেল টিমেরও যে কথা, সাকিবের যে চাওয়া, আমরাও আসলে সেটির সাথে গিয়েছি।’
তবে সাকিব ছুটিতে থাকলেও মেডিকেল দল তার অসুস্থতার ওপর নজর রাখবে। রাজ বলেন, ‘এটা মেডিকেল টিমের ব্যাপার। ওর যে অসুস্থতা এটা আসলে মেডিকেল টিম ভালো সিদ্ধান্ত নেবে। আমাদের কাছে যে রিপোর্টটা আসবে ওইটার উপর ভিত্তি করে করব। এরপর স্টেপগুলো একেকটা সেক্টরের একেকটা সিদ্ধান্ত।’
শেষ ওয়ানডে সঙ্গে টেস্ট সিরিজের দল ঘোষণা হয়নি। মেডিকেল দলের ইঙ্গিত মিললে তবেই সেখানে খেলতে পারবেন সাকিব। বিসিবির এই নির্বাচক বলেন, ‘পুরো সিরিজের জন্য সাকিবকে বলা হয়েছে। এরপর মেডিকেল টিম যদি মনে করে ঠিক আছে তখন তাহলে অবশ্যই থাকবে।’