প্রথমে শ্রীলঙ্কা সিরিজ, পরে বিশ্বকাপ ভাবনা
দুয়ারে কড়া নাড়ছে আরও একটা বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশ পাবে আর মোটে দুটো সিরিজ, সব মিলিয়ে আট ম্যাচ। এরই মধ্যে দল গোছাতে হবে টি-টোয়েন্টির বিশ্ব আসরের।
সেই দুই সিরিজের প্রথমটা হবে আগামী মাসে। শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজটায় আগে জিততে চাইছে বাংলাদেশ। বিশ্বকাপ ভাবনা এখানে থাকবে খানিকটা গৌণ হয়ে; এমনটাই ইঙ্গিত দিলেন নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ।
তিনি বলেন, ‘শ্রীলঙ্কার সঙ্গে সিরিজ তো, আমরা এটা জিততে চাই। প্রথম চিন্তা এটা।’ তবে সমান্তরালে না হলেও বিশ্বকাপ ভাবনাটা থাকবে ম্যানেজমেন্টের। দলে কারো অন্তর্ভুক্তি বা বাদ দেওয়ার থাকলে তাও করা হবে, জানান তিনি। বললেন, ‘যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে , টি-টোয়েন্টি দলের সেখানে চিন্তা তো অবশ্যই করা দরকার আমাদের। বিপিএল চলছে এখন, এটা মোক্ষম সময় যদি কোনো ইনক্লুশন থাকে কিংবা এক্সক্লুশন থাকে সেটা করা।’
আগের দিনই ঘোষণা হয়েছে ২০২৪ সালের কেন্দ্রীয় চুক্তির। সেখানে দেখা যায় টি-টোয়েন্টি দলে নেই মাহমুদউল্লাহ রিয়াদ। তার পরদিনই তিনি টি-টোয়েন্টি দলে ফেরেন প্রায় দেড় বছরের বিরতির পর। আব্দুর রাজ্জাক জানালেন, রিয়াদের এই চুক্তিতে না থাকার বিষয়টির সঙ্গে দলে আসার কিংবা সম্ভাব্য বিশ্বকাপ দলে জায়গা পাওয়ারও যোগ নেই একটু।
তিনি বলেন, ‘কেন্দ্রীয় চুক্তির সঙ্গে কিন্তু কোনো দলে চান্স পাওয়ার কোনো মিল নেই। আগের বছরটা দেখে কেন্দ্রীয় চুক্তি হয়। তো আগের বছর রিয়াদ ওই রকম টি-টোয়েন্টি খেলেনি। এখন রিয়াদকে দেখে মনে হচ্ছে ভালো খেলছে তো খুব স্বাভাবিকভাবেই ওকে রাখা হয়েছে। তার পরেও যদি ভালো খেলে তাহলে ও থাকবে বিশ্বকাপের চিন্তাতে না।’