খুলনাকে চড়ে বসতে দেয়নি কুমিল্লা
বিপিএল চট্টগ্রামে যাওয়ার পর থেকে তিন ম্যাচে প্রথমে ব্যাট করা দলই জিতেছে শেষমেশ, তিন দলই নিদেনপক্ষে ১৮০র বেশি রানও করেছে। তবে সে বৃত্তটা ভাঙল খুলনা টাইগার্স আর কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ম্যাচে এসে। টস জিতে খুলনা টাইগার্স ব্যাট করতে নামল বটে, কিন্তু কুমিল্লার নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে আধিপত্যটা বিস্তার করতে পারল না একটুও। ইনিংস শেষ করল ৮ উইকেট খুইয়ে ১৬৪ রান তুলে।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ টস জিতে ব্যাট করতে নামা খুলনা টাইগার্স ওপেনিং জুটিতে আনে পরিবর্তন। ইনিংসের গোড়াপত্তন করতে নামেন অ্যালেক্স হেলস এবং আফিফ হোসেন। তবে এই সিদ্ধান্তটা বেশি একটা কাজে আসেনি। জুটিটা ভাঙে ৩২ রানেই। ১৭ বলে ২২ করে ফেরেন হেলস।
আফিফ শুরু থেকেই খোলসে ঢুকে ছিলেন, তিনে নামা এনামুলও তাই। তবু হেলসের এনে দেওয়া ভালো শুরুর কল্যাণে পাওয়ারপ্লেতে ৫২ রান তোলে খুলনা। বিজয় তাও দুটো ছক্কা মেরেছেন ইনিংসে, রান তুলেছেন তিন অঙ্কের স্ট্রাইক রেটে; আফিফ করেছেন তার উল্টোটা ৩৩ বলে ২৯ রানের ইনিংস খেলে বিদায় নেন তিনি। এনামুল ১০ আর আফিফ বিদায় নেন ১১তম ওভারে।
এরপর এভিন লুইস, মাহমুদুল হাসান জয়, ওয়েইন পারনেলদের সবাই শুরুটা ভালো করেছিলেন, তবে সেটা বড় কিছুতে রূপ দিতে পারেননি। কুমিল্লার বোলার ম্যাথিউ ফোর্ড, মইন আলীরা তা করতে দেননি। তাই শেষমেশ ১৬৪ রানে আটকে যেতে হয় খুলনাকে।