অধিনায়ক শান্তর ‘ইনপুট’ ছাড়াই অভিষেক সিরিজের স্কোয়াড

অধিনায়ক শান্তর ‘ইনপুট’ ছাড়াই অভিষেক সিরিজের স্কোয়াড

‘যেই অধিনায়ক হোক, লম্বা সময়ের জন্য যেন হয়’ – ‘খণ্ডকালীন’ অধিনায়কত্ব পাওয়ার পর থেকেই এই কথাটা বলে আসছিলেন নাজমুল হোসেন শান্ত। সে ইচ্ছেটা পূরণ হয়েছে তার। আগামী এক বছরের জন্য বাংলাদেশের অধিনায়ক তিনিই। 

পূর্ণকালীন অধিনায়ক হিসেবে তার পথচলা শুরু হবে আসছে শ্রীলঙ্কা সিরিজ থেকে। আর সেই সিরিজেই কি-না অধিনায়ক হিসেবে দল নির্বাচনে তার কোনো পরামর্শ বা মূল্যায়ন নেওয়া হয়নি!

বিষয়টি আজ জানিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ। চট্টগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘ও তো তখন অধিনায়ক ছিল না, ওকে ঘোষণা করা হয়নি। তার আগেই দল ঘোষণা হয়ে গেছে। এবার ও ছিল না, এরপর থেকে অবশ্যই ওর ইনপুট থাকবে। অবশ্যই ওর সঙ্গে কথা বলা হবে।’

সিরিজ শুরু হতে আরও প্রায় ১৮ দিনের মতো বাকি, এমন সময় ঘোষণা করা হয়েছে দল। বিপিএলের শেষ দিকে এসে, আরেকটু পারফর্ম্যান্স দেখে তারপর দলটা ঘোষণা করা যেত কি না, তা নিয়ে একটা প্রশ্ন থেকেই যায়। সেটা হলে পূর্ণকালীন অধিনায়কত্বে নিজের অভিষেকে হয়তো ‘নিজের’ দল নিয়েই নামতে পারতেন শান্ত।

এই সিরিজটা অভিষেক সিরিজ নির্বাচক গাজি আশরাফ হোসেন লিপুরও। তবে তার আগেই তিনি জানিয়ে দিয়েছেন উপভোগ না করলে ছেড়ে দেবেন এই দায়িত্ব। সে কারণে তার চ্যালেঞ্জটা বেড়ে গেল কি না, এমন একটা প্রশ্নও ধেয়ে গিয়েছিল তার সহকর্মী রাজের দিকে। 

বিসিবি নির্বাচক উত্তরটা দিলেন এভাবে, ‘এই কাজ তো এমনিই চ্যালেঞ্জিং। এটা আসলে কথার জন্য চ্যালেঞ্জ হবে কি হবে না হবে সেটা না। এটা সবাই জানে যে থ্যাংকসলেস জব এবং চ্যালেঞ্জিং।প্রশ্নের মুখোমুখি হতেই হবে ও কেন আছে ও কেন নাই। সবাই জানে কেন নাই কেন আছে তারপরও প্রশ্নের উত্তর দিতে হয়। এটা এমনিই চ্যালেঞ্জিং।’

সম্পর্কিত খবর