কেন দলে নাইম শেখ, মিরাজ কেন নেই?

কেন দলে নাইম শেখ, মিরাজ কেন নেই?

বাংলাদেশ ক্রিকেটে ব্যস্ত সূচি চলছে। বিপিএল শেষ না হতেই ক্রিকেটারদের নেমে পড়তে হবে শ্রীলঙ্কার বিপক্ষে লড়াইয়ে। দলও ঘোষণা হয়ে গেছে, যখন বিপিএলের এক তৃতীয়াংশ বাকি তখন। এই দলে বেশ কিছু চমক আছে। দলে ঢুকেছেন নাইম শেখ। দলে জায়গা হয়নি মেহেদি হাসান মিরাজের; আলিস আল ইসলাম প্রথম বারের মতো জায়গা করে নিয়েছেন স্কোয়াডে। এসব কিছুর ব্যাখ্যা দল ঘোষণার এক দিন পর আজ দিয়েছেন নির্বাচক আব্দুর রাজ্জাক রাজ।

রনি তালুকদারের জায়গায় নাইম শেখের দলে ঢোকাটা অবশ্য কোনো চমক নয়। রনির ব্যাটে রান নেই। ওদিকে এবারের বিপিএলে নাইম রান করেই যাচ্ছেন। বর্তমানে আছেন সর্বোচ্চ রান সংগ্রাহকদের তালিকার চূড়াতেও। তার বিষয়ে ওই একই কথাই বললেন রাজ। 

তবে মিরাজের দলে জায়গা না পাওয়ার ব্যাখ্যায় রাজ জানালেন, মূলত শেখ মাহেদির কারণেই দল থেকে বাইরে থাকতে হচ্ছে মিরাজকে। তিনি বলেন, ‘এই মুহূর্তে টি-টোয়েন্টি দলে দুজন অফ স্পিনার রাখা একটু কঠিন। (শেখ) মাহেদি যেহেতু ভালো বোলিং করছে। টি-টোয়েন্টিতে ও আমাদের স্পেশালিষ্ট। যে কারণে মাহেদি আছে মিরাজ নেই।’

দলের বড় চমক হচ্ছে আলিস আল ইসলামের নাম। আন অর্থোডক্স বোলিংয়ের কারণেই তাকে ডাকা হয়েছে। বিশ্বকাপকে ভাবনায় রেখে তাকে বাজিয়ে দেখতে চাইছে দল। রাজ বলেন, ‘আলিস ভালো বোলিং করেছে আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে একটু আনঅর্থডক্স। তো আমরা দেখতে চাচ্ছি ও কেমন। যদি ওই লেভেলে ভালো হয় তাহলে দলের জন্য ভালো হবে।’

সবগুলো নামই এসেছে মূলত বিপিএলের পারফর্ম্যান্সকে মাথায় রেখে। সেই বিপিএলে সব মিলিয়ে পারফর্ম্যান্স কেমন দেখছেন তিনি? প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মিক্সড বিপিএল হচ্ছে আরকি। খুব বিশাল কিছু না হলেও চট্টগ্রামে পর্বে এসে ভালো কিছু দেখা যাচ্ছে। বোলাররা বেশ অনেকদিন ধরেই মোটামুটি ভালো বোলিং করছে। আলাদা কোনো কিছু না মিললেও একদম খারাপ হচ্ছে না।’

সম্পর্কিত খবর