হৃদয় ‘ভালো বিনিয়োগ’ ছিল
এবারের বিপিএলে দারুণ সময়ই কাটছে তাওহিদ হৃদয়ের। শুরুটা অবশ্য ভালো ছিল না। তবে সেটা কাটিয়ে উঠে এখন তিনি বিপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক। গতকাল তার দল কুমিল্লাকে জিতিয়েছেন দারুণভাবে। এরপর কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ভূয়সি প্রশংসাই পেয়েছেন তিনি।
গতকাল হৃদয় যখন উইকেটে এলেন, তখন দলের রান মোটে ১, লিটন দাস মাত্রই বিদায় নিয়েছেন। এরপর থেকে শেষ পর্যন্ত তিনিই দলকে এগিয়ে নিয়েছেন, শেষমেশ ভিড়িয়েছেন জয়ের বন্দরে।
পরিস্থিতিটা পুরোটা সময় জুড়ে অনুকূলে ছিল না। তবে এরপরও তাওহিদের ব্যাট কখনো থামেনি। রান তুলেছেন সমানতালে। ইনিংসটা শেষ করেছেন ১৯৩ স্টাইক রেট নিয়ে।
এমন কিছু এবারের বিপিএলে এর আগেও করে দেখিয়েছেন হৃদয়। এর আগে ঢাকার বিপক্ষে এর চেয়েও প্রতিকূল অবস্থা থেকে একাই সেঞ্চুরি করে দলকে ম্যাচ জিতিয়েছেন।
এই হৃদয়কে এই মৌসুমেই দলে ভিড়িয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। গেল মৌসুমে তিনি সিলেট স্ট্রাইকার্সের হয়ে দারুণ একটা সময় কাটিয়েছিলেন। এবার শুরুতে ধুঁকলেও এখন এসে ফল দিচ্ছেন কুমিল্লাকে।
কোচ সালাউদ্দিন তার পারফর্ম্যান্সে তাই তৃপ্ত। বললেন, ‘আমাদের ইনভেস্টমেন্টটা ভালো ছিল, আমরা ঠিক খেলোয়াড়কেই বেছে নিয়েছি দলের জন্য। দুইটা ম্যাচ সে একাই জিতিয়েছে। সে যেভাবে খেলে যে কোনো দলের জন্যই অনেক ভালো, স্ট্রাইকরেট বলেন, যেটাই বলেন দলকে সবসময় এগিয়ে দিয়ে আসে। তো আমাদের ইনভেস্টমেন্টটা খুব ভালো হয়েছে বলে আমি মনে করি।’
এখানেই শেষ নয়, হৃদয়কে বাংলাদেশের জন্যও সম্পদ বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘সে বাংলাদেশের জন্য বড় সম্পদ হবে বলে আমি মনে করি। চারিদিকে শট খেলতে পারে, আগ্রাসী, সাহসীও, বড় শট খেলতে পারে, এত ছোট মানুষ বড় বড় শট খেলতে পারে দেখতেও ভালো লাগে। আমি মনে করি ও খুব ভালো খেলছে।’