টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দ্রাবিড়ই থাকছেন কোচ

  • স্পোর্টস বাংলা ডেস্ক
  • ১২:৫৩ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

গত বছর ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর ভারতীয় কোচ রাহুল দ্রাবিড়ের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলেও মেয়াদ না বাড়িয়েই তার দায়িত্ব বহাল রাখা হয়। ডিসেম্বর-জানুয়ারি মাসে দক্ষিণ আফ্রিকা সফরে অন্যান্য সাপোর্ট স্টাফদের সঙ্গে তাকেও দায়িত্ব পালন করতে বলা হয়।

তবে বিসিসিআই সেক্রেটারি জয় শাহ জানিয়েছেন, দ্রাবিড়ের কোচের দায়িত্ব পালন করার সিদ্ধান্তে আসার আগে তিনি দ্রাবিড়ের সাথে প্রাথমিক আলোচনা করেছেন। আলোচনায় দ্রাবিড়ের কোচ থাকার আলাপ এবং রোহিত শর্মার অধিনায়ক থাকা প্রসঙ্গে আলোচনা হয়।

বুধবার রাতে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামের নাম বদলের অনুষ্ঠানে শাহ বলেন, ‘২০২৩ বিশ্বকাপের পর রাহুল ভাইকে সঙ্গে সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে চলে যেতে হয়েছিল। আমরা এর মধ্যে দেখা করতে পারিনি, অবশেষে আজ দেখা হলো।'

দ্রাবিড়ের কতদিন কোচ থাকবেন এই বিষয়ে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘রাহুল দ্রাবিড়ের মতো একজন সিনিয়র ব্যক্তির চুক্তি নিয়ে আপনি এত চিন্তিত কেন? রাহুল ভাই টি-টোয়েন্টি বিশ্বকাপে কোচ থাকবেন।'

রোহিত শর্মা এ নিয়ে দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে অধিনায়কত্ব করবেন। ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তার অধিনায়কত্বে সেমিফাইনালে উঠেছিল ভারত। ফাইনালে ওঠার লড়াইয়ে সেবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ডের কাছে হারতে হয়েছিল ভারতকে। রোহিতের অধিনায়কত্বেই গত বছর ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপের শিরোপা হাতছাড়া হয় ভারতের। তবুও তাকেই আসন্ন বিশ্বকাপে অধিনায়ক হিসেবে নির্বাচিত করা হয়েছে। পরবর্তীতে দায়িত্ব অন্য কারও ওপর দেওয়া হতে পারে।

উক্ত অনুষ্ঠানের সাক্ষাৎকারে জয় শাহ নিশ্চিত করে জানালেন যে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে দ্রাবিড়কেই ভারত জাতীয় দলের কোচের দায়িত্বে দেখা যাবে। এছাড়াও এই টুর্নামেন্টে ওপেনার ব্যাটার রোহিত শর্মাই দলের অধিনায়ক হিসেবে থাকবেন বলে জানিয়েছে বোর্ড।

খেলার দুনিয়া | ফলো করুন :