দল গঠনের প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুললেন সালাউদ্দিন

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ১২:৫৪ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দল ঘোষণা হয়েছে দিনকয়েক আগে। টি-টোয়েন্টি সিরিজের দলে ওপেনার আছেন ৫ জন, মিডল অর্ডার ব্যাটার সেখানে মোটে দুই জন। দল নির্বাচন প্রক্রিয়ার এই দিকটি নিয়ে রীতিমতো তুলোধুনো করে ছেড়েছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স কোচ মোহাম্মদ সালাউদ্দিন। 

প্রক্রিয়ার সমালোচনা করে সালাউদ্দিন বলেন, ‘আমি গতকাল বাংলাদেশ দল দেখলাম। দলে পাঁচটা ওপেনার রাখসেন, মিডল অর্ডারে মাত্র দুইটা ব্যাটসম্যান। এরা সবাই হয়তো মিডল অর্ডার খেলবে। একটা সুবিধা আছে হয়তো, সবসময় বাংলাদেশ ওপেনই করবে, ১৬-১৭ ওভারেও ওপেনই করবে। এটা হয়তো একটা সুবিধা হতে পারে। তবে ঠিক জায়গায় ঠিক খেলোয়াড়টা নেওয়া খুব জরুরি।’

কথাটা মূলত উঠেছে জাকের আলী অনিকের পারফর্ম্যান্সের পর। গতকাল দলের বিপদের মুহূর্তে জাকের নেমেছিলেন। তবে তাওহিদ হৃদয়ের সঙ্গে তিনি জুটি বেধে দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে। এর আগেও একাধিক ইনিংস তিনি খেলেছেন, যে ইনিংসগুলো তার দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মান বাচিয়েছে।

তার প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘আজকেও যদি দেখেন, আমাদের খারাপ অবস্থার সময় সে ভালো একটা পার্টনারশিপ দিয়েছে, এরপরও তার স্ট্রাইক রেট ১৩০। আমরা খুজি ৬-৭ এর খেলোয়াড়, যদি আমরা এদের সুযোগ না দেই…’

একগাদা ওপেনার দিয়ে দল গড়ার প্রক্রিয়ার এই বিষয়টা যে শুধু জাতীয় দলেই আছে, এমন নয়। পরিস্থিতিটা এ দলের ক্ষেত্রেও হয়েছে, দাবী সালাউদ্দিনের। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় এ দল পাঠানো হলো, সেখানেও ৮ ওপেনার।’

জাতীয় কিংবা পাইপলাইনের দলগুলোয় এমন ওপেনারদের রমরমায় মিডল অর্ডারের আকালও সৃষ্টি হয়েছে ঘরোয়া ক্রিকেটেও। সালাউদ্দিন বলেন, ‘মিডল অর্ডারে কে খেলতে চায়? ঢাকা লিগে গেলে আমরা কোনো মিডল অর্ডার খুঁজে পাই না। কোনো ছেলে মিডল অর্ডারে খেলতে চায় না, কারণ আমরা তো দেখি ১০০০ রান করে তাদেরকেই আমরা পিক করি। যে ৩০০ রান করে, একটা ৬-৭ এর খেলোয়াড় কখনো ১০০০ রান করবে না, সে করবে ৩০০, কিন্তু তার ওই রান কিন্তু খুব ভ্যালুয়েবল, তার রানের ওপর  নির্ভর করবে দল জিতবে নাকি হারবে। এই ছেলেদের যদি আমরা এনকারেজ না করি, তাহলে তো কেউ ওখানে ব্যাট করতে চাইবেই না! আমরা যখন ড্রাফটের টেবিলে বসি, দেখি যে ছয়-সাত নম্বরে কোনো দেশি খেলোয়াড় নাই, হাতে গোণা তিন-চারজন, এদের যদি আমরা না গড়ে তুলি, তাহলে ভবিষ্যতে আমাদের হয়তো শুধু ওপেনার দিয়েই খেলতে হবে, টি-টোয়েন্টি খেলব পাঁচটা ওপেনার দিয়ে খেলব।’

খেলার দুনিয়া | ফলো করুন :