কেন সিলেটের অধিনায়কত্বে নেই শান্ত?

  • স্পোর্টস বাংলা রিপোর্ট
  • ০৩:২৪ পিএম | ১৫ ফেব্রুয়ারি, ২০২৪

বিশ্বকাপের পর থেকেই বাংলাদেশ ক্রিকেটের তিন ফরম্যাটের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। বিপিএলের আগ পর্যন্ত তিনি ছিলেন ‘অন্তর্বর্তীকালীন’, তবে বিপিএলের মাঝপথে গত ১২ ফেব্রুয়ারি বিসিবি তাকে পূর্ণকালীন অধিনায়ক করে। 

জাতীয় দলের অধিনায়ক হলেও শান্ত সিলেটের অধিনায়ক নন। শুরুতে মাশরাফি বিন মুর্তজা ছিলেন অধিনায়ক। তিনি যখন বিপিএলের মাঝপথে সরে দাঁড়ালেন, এরপরও শান্ত অধিনায়কত্ব পেলেন না, পেলেন মোহাম্মদ মিঠুন। এবারের বিপিএলে প্রথম জয়টা তার হাত ধরেই পেয়েছে সিলেট। জিতেছে শেষ চার ম্যাচের তিনটিতেই। 

তবে এরপরও শান্তর অধিনায়ক না হওয়ার আলোচনাটা কমেনি, বরং তিনি বাংলাদেশের পূর্ণকালীন অধিনায়ক হওয়ায় আরও বেড়েছে সেটা। আজ বৃহস্পতিবার যখন সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন কোচ রাজিন সালেহ, তখন তাকে মুখোমুখি হতে হলো এই প্রশ্নের। 

এরপর তিনি ব্যাখ্যা দিয়েছেন এর। তিনি বলেন, ‘টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে শান্তকে যতটা ফ্রি রাখা যায়। ওর ফ্রি ক্রিকেট যেন খেলতে পারে। এজন্যই ওকে ক্যাপ্টেন্সি দেওয়া হয়নি।’

তবে সিলেটের একজন স্ট্রাইকার জাতীয় দলের অধিনায়ক, এ বিষয়টা ভীষণ আনন্দ দিয়েছে রাজিনকে। 

তিনি বলেন, ‘সিলেট স্ট্রাইকার্সের খেলোয়াড় তিন ফরম্যাটের ক্যাপ্টেন, এটা আমাদের জন্য বড় পাওয়া। ওকে আমি কোচিং করাচ্ছি, আমি অনেক ভাগ্যবান এবং গর্বিত।’ 

তবে ব্যাট হাতে শেষ কিছু দিনে তিনি রানে নেই। রাজিনের বিশ্বাস, শান্ত শিগগিরই ফর্মে ফিরবেন। তার কথা, ‘ওর সাথে সবসময় কথা হয়। আমার মনে হয় না মানসিকভাবে পিছিয়ে গেছে। একজন খেলোয়াড়ের অফ ফর্ম, খারাপ সময় যেতেই পারে। আমরা সবসময় ওর পাশে আছি। শান্ত রান করলে খেলা ডিফারেন্ট হয়ে যেত। দলের অবস্থান অন্য জায়গায় থাকত। খেলোয়াড়দের ব্যাড প্যাচ গেলে তাকে ব্রেক দিতে হয়। গত ২ ম্যাচে ৩ নম্বরে খেলেছে। এমন না যে টাচে নেই, টাচে আছে। ইনশাআল্লাহ এখান থেকে ফিরে আসবে এবং বাংলাদেশ দলকে ভালো সার্ভিস দিবে।’

খেলার দুনিয়া | ফলো করুন :