২৫৮ রানের জুটিতে রেকর্ডের ‘ড্যাম’ খুলে দিল জাপান

২৫৮ রানের জুটিতে রেকর্ডের ‘ড্যাম’ খুলে দিল জাপান

টি-টোয়েন্টি ক্রিকেটে ২৫৮ রানের জুটি, ভাবা যায়! দুই জাপানি ব্যাটার লাচলান ইমামোতো লাকে ও কেন্দেল কাদোওয়াকি ফ্লেমিং গড়েছেন এই জুটি। জাপানের পক্ষে ইনিংস শুরু করতে নেমে পুরো ২০ ওভার ব্যাটে করে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যেকোনো উইকেটে সর্বোচ্চ জুটি গড়ার কীর্তি গড়েছেন তারা।

হংকংয়ে স্বাগতিকদের সঙ্গে চীন এবং জাপান মিলে খেলছে টি-টোয়েন্টি ফরম্যাটের টুর্নামেন্ট ইস্ট এশিয়া কাপ। সেখানে চীনের বিপক্ষে এই ইতিহাস গড়েছেন ওই দুই জাপানি ব্যাটার। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এতদিন সর্বোচ্চ জুটির রেকর্ডটা ছিল দুই আফগান ব্যাটার হজরতউল্লাহ জাজাই এবং উসমান গনির দখলে। ২০১৯ সালে ভারতের দেরাদুনে আয়ারল্যান্ডের বিপক্ষে উদ্বোধনী জুটিতেই তারা করেছিলেন ২৩৬ রান।

হংকংয়ের মংককে মিশন রোড গ্রাউন্ডে বিশ্বরেকর্ড গড়ার পথে সেঞ্চুরি করেছেন লাকে এবং ফ্লেমিং। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইনিংসে দুই ব্যাটারের সেঞ্চুরির কীর্তি এই নিয়ে দ্বিতীয়বার দেখা গেল। এর আগে চেক প্রজাতন্ত্রের সাবাউন দাভিজি ও ডাইলান স্টেইন দুজনই টি-টোয়েন্টিতে একই ইনিংসে সেঞ্চুরি পেয়েছিলেন, ২০২২ সালে বুলগেরিয়ার বিপক্ষে।

কোনো উইকেট না হারিয়েই চীনের বিপক্ষে পুরো ২০ ওভার কাটিয়েছে জাপান। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এমন ঘটনার অবতারণাও দ্বিতীয়বারের মতোই হল। এই কীর্তিও প্রথমবার দেখা যায় ২০২২ সালে। যখন বুলগেরিয়ার বিপক্ষে জিব্রাল্টারের দুই ওপেনার পুরো ২০ ওভার ক্রিজে কাটিয়ে দেন।

দুই ব্যাটারের ঝড়ে ত্রয়ী-কীর্তি হয়েছে জাপানের। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিজেদের সর্বোচ্চ দলীয় সংগ্রহ তো হয়েছেই, সঙ্গে টি-টোয়েন্টিতে ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কার রেকর্ডও এখন তাদের। লাকে এবং ফ্লেমিং মিলে ২৩ ছক্কা হাঁকিয়েছেন, তাদের চেয়ে বেশি ইনিংসে ২৬ ছক্কা হাঁকানোর রেকর্ড কেবল নেপালের।

এমন রেকর্ডে ঠাঁসা ম্যাচে জাপানের শেষটাও হয়েছে কীর্তিময়। তাদের দেয়া ২৫৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে যে মোটে ৭৮ রানে অলআউট হয়ে যায় চীন। ১৮০ রানে পাওয়া তাদের এই জয়টা এখন আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে জাপানের সবচেয়ে বড় ব্যবধানে জয়।

সম্পর্কিত খবর